ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের মাধবপুর গ্রামের বাউল শিল্পী ভগিরথ মালোর একটি ঘর রাতের আঁধারে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার দিবাগত রাত আড়াই টার দিকে এ ঘটনা ঘটে।
ভগীরথ মালো পেশায় একজন বাউল শিল্পী।
ভগীরথ মালো জানান, গত রাত আড়াইটার দিকে হঠাৎ আগুনের শব্দ পেয়ে ঘর থেকে বের হয়ে দেখি আমাদের পাশে একটি ঘর আগুনে পুড়ছে। পরে স্থানীয়রা এসে আগুন নেভায়। তিনি বলেন আশেপাশেও কয়েকটি ঘটনা এর আগেও ঘটানো হয়েছে। দুর্বৃত্তরা এবার আমার ঘরটি রাতে আগুন দিয়ে পুড়িয়ে দিলো। আমি এ বিষয়ে পুলিশকে অবহিত করেছি। এ বিষয়ে একটি সাধারণ ডায়রি করা হবে বলে তিনি জানান। তবে কে বা কারা এ ঘটনা ঘি য়েছেন তা তিনি বলতে পারেননি।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ জলিল বলেন, আমরা বিষয়টি শুনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।