নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের বড়চারিগাঁও গ্রামে নিজেদের ইরি-বোরো ধান খেতে পানি দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মোঃ শাহাদাতে হোসেন প্রকাশ শাকিল (২৪) নামের এক যুবক নিহত হয়েছে। নিহত শাকিল উপজেলার নবীপুর ইউনিয়নের বড় চারিগাঁও গ্রামের আবদুল গফুরের বাড়ির আব্দুর গফুরের ছেলে। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে ওই দুর্ঘটনাটি ঘটেছে।
সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইকবাল হোসেন পাটোয়ারী ঘটনান সত্যতা নিশ্চিত করেন জানান,সকাল ৬টার দিকে শাকিল বড়চারিগাঁও গ্রামে বাড়ির পাশ্ববর্তী নিজেদের ধান খেতে পানি দেওয়ার জন্য বৈদ্যুতিক পানির মোটর সুইচ দিতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়। পরে সকাল টারদিকে প্রতিবেশীরা তার লাশ ওইস্থানে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে সকাল ৯টার দিকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোযাখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।ে এ ঘটনায় থানায় প্রাথমিক ভাবে একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টি হাতে পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।