কুষ্টিয়ার ভেড়ামারার বহুলালোচিত আওয়ামী লীগ নেতা সিদ্দিক হত্যা মামলার এজাহারভুক্ত ৫ আসামীকে গ্রেফতার করেছে র্যাব-১২’র চৌকষ একটি দল। গতকাল বৃহস্প্রতিবার রাতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো ঃ চাঁদগ্রাম ইউনিয়নের চন্ডিপুর গ্রামের মিন্টু মালিথা (২৮), রনি মালিথা (২৮), জনি (২৮), ড্যানি (২৫), জারমান প্রামানিক (৪০)। পরে ব্যাপক জিজ্ঞাসাবাদে মিন্টু মালিথা ও রনি মালিথার দেখানো জায়গা হতে হত্যাকান্ডে ব্যবহৃত দুইটি আগ্নেয়াস্ত, গুলি, মোবাইল ফোন উদ্ধার করা হয়।
র্যাব জানিয়েছে, গ্রেফতারকৃত মিন্টু ও রনি প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে আওয়ামী লীগ নেতা সিদ্দিকুর রহমান সিদ্দিক হত্যাকান্ডে তাদের সম্পৃক্ততার কথা। হত্যাকান্ডের সময় গ্রেফতারকৃতরা সরাসরি অংশ নিয়েছে বলে র্যাব জানায়।
উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারী সকালে চাঁদগ্রাম চরে প্রকাশ্য দিবালোকে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করে ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান সিদ্দিক মন্ডল কে। এ সময় গুলিবিদ্ধ হয় আরো ৪ জন আওয়ামী লীগ এবং যুবলীগ নেতাকর্মী। পরে ভেড়ামারা থানায় নিহতের ভাই এনামুল হক বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। যার নং ১৮, তারিখ-১৯/০২/২০২২, ধারা-১৪৩/৪৪৭/৩২৬/৩০৭/৩০২/১১৪/৩৪ পেনাল কোড।