ফরিদপুর জেনারেল হাসপাতালের নারী ওয়ার্ডে ভর্তি এক রোগীর স্বামীকে ধারালো ছুরি দিয়ে কুপিয়েছে সন্ত্রাসীরা। এ হামলার ঘটনায় ফরিদপুর কোতোয়ালি থানায় ৫জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়া এই ঘটনায় ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে সিভিল সার্জন অফিস।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে কোতোয়ালি থানায় মামলাটি দায়ের করেন আহত রাসেলের স্ত্রী হীরা বেগম। মামলায় ফরিদপুর জেনারেল হাসপাতালের নার্স ইলা সিকদার, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি দেবাশীষ নয়ন ও নার্স সুপারভাইজার জহুরা বেগমের নামে এবং অজ্ঞাত আরো দুই ব্যক্তিকে আসামি করা হয়েছে। ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন তারা।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ জলিল জানান, হাসপাতালে ভর্তি রোগীর স্বজনকে কুপিয়ে আহত করার ঘটনায় ৫জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। আসামীদের গ্রেফতারে অভিযান পরিচালনা করা হচ্ছে।
এদিকে হামলার ঘটনায় ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছেন জেলা সিভিল সার্জন ডা. ছিদ্দীকুর রহমান। তিনি জানান, জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. মাসুদ আহম্মেদ আব্দুল্লাহকে সভাপতি ও ডেপুটি সিভিল সার্জন বদরুদ্দোজা চৌধুরীকে সদস্য সচিব করা হয়েছে। এ ছাড়া কমিটির অন্য সদস্যরা হলেন উপ-সেবা তত্বাবধায়ক মর্জিনা বেগম, জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. গনেষ আগরওয়ালা ও সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফাতেমা করিম।
সিভিল সার্জন আরো জানান, আগামী তিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাসেলকে রাতেই উন্নত চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই রাসেল চিকিতসাধীন রয়েছেন। এরিপোর্ট লেখা পর্যন্ত (বিকাল ৩টা ৪০মি:) রাসেলের অপারেশন চলছিল।
আহত রাসেলের ভাই জুয়েল জানান, রাসেলের অবস্থা আশঙ্কাজনক। দুপুরে তার অপারেশনের জন্য অপারেশন থিয়েটারে ঢোকানো হয়েছে, এখনও অপারেশন চলছে। বুকে জখমের কারণে অপারেশন করা হচ্ছে।
জানা যায়, শহরের টেপাখোলা বিন্দাবনের মোড় এলাকার বাসিন্দা রাসেল তার স্ত্রী হীরাকে নিয়ে গত তিন দিন যাবত ভর্তি আছেন ফরিদপুর জেনারেল হাসপাতালের নারী ওয়ার্ডে। স্ত্রী হীরাকে চিকিৎসক রক্ত পরীক্ষার নির্দেশনা দেন। রাতে জেনারেল হাসপাতালের প্যাথলজি ল্যাব বন্ধ থাকায় বাইরের বেসরকারী ডায়াগনস্টিক সেন্টার থেকে পরীক্ষা করানোর জন্য সিস্টারকে সিরিঞ্জে রক্ত টেনে দিতে বলেন হীরার স্বামী রাসেল।
দায়িত্বরত সিস্টার ইলা সিকদার রক্ত টেনে দেয়া তার দায়িত্ব না জানিয়ে রাসেলের সাথে দুর্ব্যবহার করেন। এই সময়ে রাসেল ওই সিস্টারকে উদ্দেশ্য করে বলেন, ‘সরকারী বেতন খান, রক্ত টানবেন না কেন’। এর পরে সিস্টার ইলা সিকদার নার্স সুপারভাইজার এর কাছে রাসেলের নামে নালিশ জানান, একই সাথে শহরের কয়েকজনকে ফোন করে ডেকে আনেন।
রাসেল নার্স সুপারভাইজার এর কাছে দুঃখ প্রকাশ করে বের হওয়ার পর পরই বুধবার রাতে সাড়ে ৭টার দিকে বাইরে থেকে আসা কতিপয় ব্যক্তি রাসেলকে ছুরি দিয়ে কুপিয়ে আহত করে চলে যায়।
আহত রাসেলের স্ত্রী হীরা জানান, তার শরীরের এক সাইড প্যারালাইজড। প্রতিদিন দুই বার তাকে রক্ত পরীক্ষা করতে হয়। আগামীকাল সকাল পর্যন্ত অপেক্ষা করলে দেরী হয়ে যাবে বিধায় সিস্টারকে অনুরোধ করা হয়েছিল রক্ত টেনে দিতে। তিনি অভিযোগ করেন, সিস্টার ইলা সিকদারই কয়েকজনকে ডেকে এনে তার স্বামীকে কুপিয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করেছি।
খবর পেয়ে রাতে কোতোয়ালি থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের কর্মকর্তাবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন।