লক্ষ্মীপুরের রায়পুরের আটরশির পীরের মুরিদ কাজী জামশেদ কবির বাকী বিল্লাহ ও তার বাহিনীর হামলা সহ বিভিন্ন অত্যাচারে আতঙ্কগ্রস্থ এক ব্যবসায়ী পরিবারে পালিয়ে বেড়াচ্ছে। ওই ব্যাবসায়ী পরিবারের জমিজমা দখলের অসৎ উদ্দেশ্যে বিভিন্ন সময়ে বাকীবিল্লাহ দফায় দফায় হামলার ঘটন ঘটায় পরিবারের সদস্যদের উপর। এমনকি ওই ব্যবসায়ী পরিবারকে হত্যাসহ বিভিন্ন হুমকিও দিচ্ছে পীর মুরিদ বাকীবিল্লাহ। এ আতঙ্কে ব্যবসায়ী পরিবারটি বর্তমানে পালিয়ে বেড়াচ্ছে।জীবনের নিরাপত্তা চেয়ে বুধবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে রায়পুর আলিয়া মাদরাসা প্রাঙ্গণে ভূক্তভোগী পরিবারটি সংবাদ সম্মেলনে করেন।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ভূক্তভোগী ব্যবসায়ী সাইফুদ্দিন নয়ন,তার ভাই দলিল লেখক কামাল উদ্দিন বাহার, পরিবারের সদস্য খালেদা আক্তার, নাজমুন নাহার, শাজেদা আক্তার ও সাহেদা আক্তার। এ সময় দলিল লেখক কামাল উদ্দিন বাহার, পরিবারের সদস্য খালেদা আক্তার, নাজমুন নাহার, শাজেদা আক্তার ও সাহেদা আক্তার। এ সময় এলাকাবাসীও উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, আওয়ামী লীগ নেতা বাকী বিল্লাহ আটরশির মুরিদ। তিনি রায়পুর পৌর শহরে নয়নদের জমিতে আটরশির ওরসের জন্য গরুর প্যান্ডেল করতে চেয়েছিলেন। এতে বাধা দেওয়ায় বাকী বিল্লাহ প্রকাশ্যেই তাকে মারধর করে। গেল শুক্রবার বিকেলে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড সিএনজি স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। সন্ধ্যায় নয়ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নেন। এদিকে তাকে মারধরের সিসি ক্যামেরা ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। এনিয়ে কয়েকটি গণমাধ্যমে তথ্যবহুল সংবাদ পরিবেশন হয়। কিন্তু বাকী বিল্লাহর বিরুদ্ধে ভূক্তভোগী ব্যবসায়ী রায়পুর থানায় অভিযোগ করলেও পুলিশ তা গ্রহণ করেনি বলে অভিযোগ রয়েছে।
সিসি ক্যামেরার ফুটেজ ও ভুক্তভুগী পরিবারের সদস্যদের বক্তব্য অনুযায়ী, ঘটনার সময় বাকী বিল্লাহ নিজেই ব্যবসায়ী নয়নকে মারধর করে। একপর্যায়ে লোকজন নিয়ে তাকে মারতে মারতে ঘরের ভেতর নিয়ে যায়। ঘরে ভেতর ভাঙচুর শেষে আওয়ামী লীগ নেতা তার লোকজন নিয়ে বের হয়ে যায়। যাবার সময় নয়নের ভাই বাহারকেও হুমকি দিয়ে যায়। এসব ঘটনায় থানায় অভিযোগসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়ার ঘটনা শুনে বাকী বিল্লাহ নিজে ও বিভিন্ন মাধ্যমে ব্যবসায়ীকে হত্যা ও পরিবারের সদস্যদের মাধরসহ বিভিন্ন হুমকি দিয়ে আসছে। তারা এখন নিরাপত্তাহীনতায় রয়েছে। যেকোন সময় বাকী বিল্লাহ তাদের অপূরণীয় ক্ষতি করতে পারে বলে তারা আশঙ্কা করছেন। ঘটনাটির সুষ্ঠু বিচারের দাবিতে তারা স্থানীয় এমপি নুরউদ্দিন চৌধুরী নয়ন ও পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন।
এসময় পরিবারটি আরও জানায়,এমনকি প্রায়ই ব্যাবসায়ী পরিবারটির বাড়ীর সামনে মঞ্চ বসিয়ে দিন-রাত মাইক বাজিয়ে তাদের স্বাভাবিক জীবনকে অতিষ্ঠ করে তুলছেন বাকীবিল্লাহ। মাইকের উচ্চশব্দে বাড়ীর শিশু,বৃদ্ধরা অসুস্থ হয়ে পড়ছে। এ ছাড়া শিক্ষার্থীদেরও শব্দের কারণে পড়ালেখা ব্যাহত হচ্ছে।
পরিবারের সদস্য কামাল উদ্দিন বাহার বলেন, আমাদের বাড়ির সামনে বাকী বিল্লাহ আটরশির ওরসের জন্য গরুর প্যান্ডেল তৈরি করতে চেয়েছিলেন। এতে বিভিন্ন সমস্যা সৃষ্টি হবে বলে তাকে প্যান্ডেল তৈরি করতে দেওয়া হয়নি। এতে তিনি আমার ভাইকে মারধর করে। আমাদের ঘরের ভেতর ভাঙচুর করে। আমি উপজেলার সাব রেজষ্ট্রার অফিসে দলিল লেখি। আমাকে সেখানে থেকে লাথি মেরে বের করে দেওয়ার হুমকি দেয়। দীর্ঘদিন ধরে সাবরেজিষ্ট্রার অফিসে বাকী বিল্লাহ প্রভাব খাটিয়ে আসছে।
অভিযোগ রয়েছে জামসেদ কবির বাকীবিল্লাহ আটরশির পীরের নেতৃত্বাধীন জেলা জাকের পার্টির সাধারন সম্পাদকের দায়িত্বে থাকায় পীর ভক্তদের নিয়ে বাহিনী তৈরী করে অপপ্রভাব বিস্তার করে চলছেন। এমনকি জলসাঘর দিয়ে রাতভর অনাচারে লিপ্ত থাকে ভক্ত খাদেমদের নিয়ে। জানার জন্য এাধিকবার চেষ্টা করেও জামসেদ কবির বাকী বিল্লার সাথে মুঠোফোনে এমনকি তার বৈঠক খানায় (সংবাদ সন্মেললে তার বিরুদ্ধে আনীত অভিযোগের বিষয়ে) যোগাযোগ করা সম্ভব হয়নি।
জেলা জাকের পার্টির সভাপতি আজাদ হোসেন বাঙ্গালী জানান,বাকীবিল্লাহর বিভিন্ন স্বেচ্ছাচারিতা ও প্রভাব বিস্তারের অভিযোগ থাকায় তাকে ইতঃপূর্বে জাকেরপার্টি থেকে বহিষ্কার করা হয়েছে। তবুও খামখেয়ালীভাবে সে এখনও পীরের নাম ভাঙ্গিয়ে বিভিন্নভাবে তৎপর রয়েছে। বিষয়টি পীরের দরবারে মহাসম্মেলনে উপস্থাপন করা হয়েছে।
রায়পুর থানা উপপরিদর্শক আবদুল আলী পাটোয়ারী (ওসি তদন্ত) বলেন,আমি এ থানায় নতুন এসেছি। বিষয়টি ওসি সাহেব ভাল বলতে পারেন। তবে তিনি বর্তমানে ট্রেনিংএ জেলার বাইরে অবস্থান করছেন।