রংপুরের তারাগঞ্জে কোভিট-১৯ টিকা শতভাগ গ্রহণ নিশ্চিত করণ ও জনগণকে টিকা গ্রহণে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে একটি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৪ টায় তারাগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজনে হাড়িয়ারকুঠি ইউনিয়ন পরিষদের সহযোগিতায় ও চেয়ারম্যান কুমারেশ রায়ের একান্ত প্রচেষ্ঠায় এই শোভাযাত্রাটি বাস্তবায়ন করেন তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেøক্স। শোভাযাত্রাটি হাড়িয়ারকুঠি ইউনিয়ন পরিষদ চত্বর হতে শুরু শুরু হয়ে ডাংগীরহাট বাজার হয়ে ঈদগাহ মাঠের সামন দিয়ে চান্দেরহাট হয়ে ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডের বিভিন্ন গ্রাম প্রদক্ষিন করে আবার ইউনিয়ন পরিষদে এস শেষ হয়।
কোভিট-১৯ টিকা শতভাগ গ্রহণ নিশ্চিত করণ ও গ্রহণের উদ্বুদ্ধকরণে শোভাযাত্রা উপজেলা প্রশাসনের পক্ষ হতে অংশগ্রহণ করেন ইলোরা ইয়াসমিন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তারাগঞ্জ উপজেলা। আরো অংশগ্রহণ করেন নীল রতন দেব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাশেদা খানম( কল্পনা), উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা।
কুমারেশ রায়,চেয়ারম্যান হাড়িয়ারকুটি ইউনিয়ন পরিষদ। এ ছাড়া আরও অংশগ্রহণ করেন হাড়িয়ারকুঠি ইউপির নির্বাচিত সকল সদস্য, মহিলা সংরক্ষিত আসনের সদস্য তারাগঞ্জ উপজেলা প্রায় ২২০ জন আনসার সদস্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত ছাত্র-ছাত্রী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার সচেতন মহলের প্রতিনিধিবৃন্দ।