মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ফুলবাড়ি চা-বাগান থেকে বিপন্ন প্রাণী একটি বনরুই উদ্ধার করেছে শ্রীমঙ্গল বন্যপ্রাণী ব্যবস্হাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ।
বন্যপ্রাণী ব্যবস্হাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের শ্রীমঙ্গল কার্যালয়ের সহকারি বন সংরক্ষক শ্যামল কুমার মিত্র জানান, বুধবার বিকেল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এটিকে ফুলবাড়ি চা- বাগান থেকে উদ্ধার করে নিয়ে আসা হয়।
সহকারি বন সংরক্ষক শ্যামল কুমার মিত্র আরো জানান, বর্তমানে এটিকে লাউয়াছড়া জাতীয় পার্কের ওয়াইল্ডলাইফ রেসকিউ সেন্টারে বন্যপ্রাণী বিভাগের নিবিঢ় পর্যবেক্ষনে রাখা হয়েছে।
এসময় আরও উপস্থিত ছিলেন ওয়াইল্ডলাইফ রেঞ্জার মো. শহিদুল ইসলাম, লাউয়াছড়া বিট কর্মকর্তা মামুনুর রশিদ এবং স্ট্যান্ড ফর আওয়ার এনড্যাঞ্জারড ওয়াইল্ডলাইফ এর সমন্বয়ক সোহেল শ্যাম প্রমুখ।
বন্যপ্রাণী ব্যবস্হাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের শ্রীমঙ্গল কার্যালয়ের ওয়াইল্ডলাইফ রেঞ্জার মো. শহিদুল ইসলাম জানান, বনরুইটি সুস্হ্য রয়েছে। রেসকিউ সেন্টারে পরিচর্যা করা হচ্ছে। দু-তিন দিন পর্যবেক্ষনে রেখে এটিকে আবারো বনে ছেড়ে দেয়া হবে।