ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মনজুর হোসেন বুলবু এপির বিরুদ্ধে নির্বাচনী এলাকায় দলীয় সভায় মিথ্যাচারের প্রতিবাদে মানববন্ধ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে ফরিদপুর জেলার মধুখালী উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়কে এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সভায় বক্তরা বলেন, গত ২৬ ফেব্রুয়ারি উপজেলার আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় কয়েক জন বক্ত্যা বর্তমান এমপি না উল্লেখ্য করে মিথ্যাচার বক্তব্য দিয়েছেন। তারা বলেন, ওই সভায় সাবেক এমপি ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আবদুর রহমান উপ¯ি’ত ছিলেন।
এই বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন, সরকারি আইনউদ্দিন কলেজের ছাত্রলীগের সাবেক জিএস ও ভিপি এস এম শাহরিয়ার রনি, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক এ. কে এম আমিনুর রহমান, উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সহ-সভাপতি এজাজুল ইসলাম এজাজ প্রমুখ।
সাবেক ছাত্রনেতা এসএম শাহরিয়ার রনি বলেন, দলের শীর্ষ পর্যায়ের একজন নেতার উপ¯ি’তে নিজ দলের এমপির বিরুদ্ধে মিথ্য্চাার একজন কর্মী হিসাবে কোন ভাবেই মেনে নিতে পারি না। তিনি বলেন, বর্তমান এমপি মনজুর হোসেন একজন সৎ ও ন্যায় পরায়ন ব্যক্তি। ব্যক্তি জীবনে তিনি সফল সরকারি উ”চ পর্যায়ের কর্মকর্তা ছিলেন। এই নির্বাচনী এলাকায় তার ( এমপির) বিরুদ্ধে কোনো বিবেক বান মানুষ মিথ্যাচার করতে পারে না, শুধু আওয়ামী লীগ কেনো অন্য দলের লোকেরাও তাকে সৎজন হিসাবে জানেন।