পঞ্চগড়ের বোদায় ৬ জন জুয়ারীকে আটক করেছে বোদা থানা পলিশ। গত সোমবার দিবাগত গভীর রাতে অভিযান চালিয়ে উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের জমকুড়া পাড়া হতে প্রকাশ্যে জুয়া খেলা অবস্থায় তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, ছবিরউদ্দীন(৪৭), পিতা মৃত-পবিজ উদ্দীন, লুৎফর রহমান(২৮), পিতা- শাসসুদ্দিন, মহিদুল ইসলাম(২৭), পিতা-দফিকুল ইসলাম, মিলন ইসলাম(২৪), পিতা-শামসুল আলম, মোজাহারুল ইসলাম(৩৬), পিতা-দেলোয়ার হোসেন, আসাদুজ্জামান(৩৫), পিতা মৃত- মফিউদ্দীন। এদের সকলের বাড়ি উপজেলার জমকুড়াপাড়া গ্রামে। এ ব্যাপারে বোদা থানার অফিসার ইনচার্জ মো আবু সাঈদ চৌধুরী জানান, প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে ৬ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে মঙ্গলবার তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।