বৈচিত্রময় ফসল উৎপাদনের জেলা ফরিদপুর। এ জেলার মাটি ও আবহাওয়া সবধরনের ফসল, ফুল ও ফল উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এ জেলার কোন কোন জমিতে বছরে চারটি, তিনটি এবং কোন কোন জমিতে ২টি ফসল উৎপাদন হয়ে থাকে। আর সে কারনেই এ জেলার ফল-ফজস উৎপাদন কারি চাষিরা আর্থিক ভাবে লাভোবান হয়ে থাকে। এ জেলার চাষিরা বিভিন্ন প্রকার ফসল উৎপাদন করে সারা দেশের আলোড়ন সৃষ্টি করেছে। তাদের মধ্যে অন্যতম একজন আদর্শ কৃষক আলম বেপারী। সদর উপজেলার নরসিংহদিয়া গ্রামের কৃষক আলম বেপারী চলতি রবি মৌসুমে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এর উদ্ভাবিত উচ্চ ফলনশীল বারি সরিষ-১৮ এর চাষ করে সাড়া ফেলে দিয়েছেন পুরো ফরিদপুর জুড়ে। উচ্চ ফলনশীল বারি সরিষ-১৮ বীজ উৎপাদন করে স্থানীয় চাষিদের মাঝে ছড়িয়ে দিচ্ছেন তিনি। আশপাশের চাষিরাও উচ্চফলনশীল নতুন জাতের এ বীজ পেয়ে খুশি।
কৃষক আবদুর রহমান বলেন, আলম বেপারীর জমি না থাকলেও, অন্যের জমি লিজ নিয়ে বিভিন্ন প্রকার ফসল ফলিয়ে অনেক লাভবান হচ্ছে। আমরা নিয়মিত আলম বেপারীর কাছ থেকে বীজ নিয়ে চাষাবাদ করে থাকি। আলম বেপারীর পাশা-পাশি আমরাও স্বাবলম্বী হচ্ছি।
কৃষক আলম বেপারী বলেন কৃষি কাজ বাপ-দাদার পেশা। দরিদ্র কৃষক পরিবারেই জন্ম। লেখা-পড়া করার ইচ্ছে থাকলেও সুযোগ পাইনি। আর সে কারনেই, বলতে গেলে জন্মের পর থেকেই কৃষি কাজ করি। আমি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এস এম ই চাষি। বর্তমানে অন্যেল জমি লিজ নিয়ে ১৫০বিঘা জমি চাষাবাদ করি। গত তিন বছর ধরে অন্যান্য ফসলের সাথে উন্নত জাতের কোলেষ্টেরল বা ফ্যাটি অ্যাসিড (ওমেগা-৩ ও ওমেগা-৬) মানব হেদের জন্য উপকারী, সয়াবিন তেলের বিকল্প হিসাবে ব্যবহার করা যা অন্য সরিষার তুলনায় দ্বিগুনেরও বেশী ফলন হওয়ায় বারি সরিষা-১৮ এর চাষ করছি। এ বছর সরিষার বাম্পার ফলন হয়েছে। এ বছর ১০ বিঘা জমিতে বারি সরিষা-১৮ চাষ করেছি। দুই বার সার ও দুই বার সেচ দিতে হয়েছে। সেচ, সার, বীজ ও লেবার খরচসহ সব মিলিয়ে ১০ (২৫শতাংশে বিঘা) বিঘা জমিতে খরচ হয়েছে ৪০ থেকে ৫০হাজার টাকা। আর ১০ বিঘা জমি থেকে আমি ৬০মন সরিষা পাবো। আশা করছি প্রতিমন সরিষা ৩হাজার ৩শ টাকা করে বিক্রয় করতে পারবো। ৬০ মন সরিষ আমি প্রায় দুই লাখ টাকা বিক্রয় করতে পারবো। বারি সরিষা-১৮ ছাড়াও আমি ৭বিঘা জমিতে বারি সরিষা-১৪ চাষ করেছি। ১৪র ফলনো ভালো হয়েছে। আমাকে সরিষা চাষে সহযোগিতা করেছে সরেজমিন গবেষণা বিভাগ, মসলা গবেষণা উপকেন্দ্র ফরিদপুর ও ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
অল্প খরচে অধিক লাভ। রোগবালাই তেমন হয় না। ফলনো ভাল হয়েছে বাজারে চাহিদাও প্রচুর। থাকায় এ অঞ্চলে বারি সরিষা-১৮ দ্রুত ছড়িয়ে পড়েছে।
ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, চলতি মৌসুমে জেলায় বারি সরিষা-১৮, বারি সরিষা-১৭, বারি সরিষা-১৪, টরি ৭ সহ প্রায় সাড়ে ৮হাজার হেক্টোর জমিতে সরিষা চাষ হয়েছে।
ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ ড. হজরত আলী বলেন, আলম বেপারী একজন সফল চাষি। কৃষি কাজ করে তিনি দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার উৎপাদিত বিভিন্ন ফসলের বীজ স্থানীয় চাহিদা পুরন করে দেশের বিভিন্ন জেলার চাষিদের চাহিদা পুরন করছে।
চলতি মৌসুমে আলম বেপারী বারি সরিষা-১৮ চাষ করেছেন। আমরা তার মাঠ ঘুরে দেখেছি সরিষার ফলনও হয়েছে ভালো। আশা করছি তিনি অধিক লাভোবান হবেন। তার পাশা পাশি দেশও এগিয়ে যাবে।