ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার দিনব্যাপী ৭০ তম মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২২ খ্রিঃ যথাযথ মর্যাদায় পলিত হয়েছে। এ উপলক্ষে রোববার দিবাগত রাত ১২টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা রেখে পুস্প স্তবক অর্পন করা হয়। এতে উপজেলা প্রশাসন, ফরিদপুর-৪ আসনের এমপি’র প্রতিনিধি দল, উপজেলা পরিষদ, চরভদ্রাসন থানা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কার্যালয়, চরভদ্রাসন সরকারি কলেজ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, চরভদ্রাসন পাইলট উচ্চ বিদ্যালয়, রোকন উদ্দিন সরকারি বালিকা বিদ্যালয়, চরভদ্রাসন প্রেস ক্লাব, উপজেলা প্রেস ক্লাব, উপজেলা আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অংগসংগঠন দলগুলো একের পর এক শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী পুস্প স্তবক অর্পন করেন। পুস্প অর্পন শেষে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা রেখে ০১ মিনিট নীরবতা পালন করার পর তাদের রূহের মাগফেরাত ও দেশের শান্তি সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করেন হাফেজ মাওঃ আশিকুর রহমান।
শহীদ দিবসের প্রতুষ্যে সূর্যদয়ের সাথে সাথে সকল সরকারি বেসরকারি ও স্বায়ত শাষিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনিমিতকরন রাখা হয়। সকাল ৮ টায় উপজেলা পরিষদ চত্তর থেকে বের করা হয় বর্ণাঢ্য প্রভাত ফেরী। এ প্রভাত ফেরীটি উপজেলার আদর্শ স্কুল রোড হয়ে স্বাধীনতা চত্তর প্রদক্ষিন করেন।
পরে উপজেলা সন্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তানজিলা কবির ত্রপা। সপ্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মোঃ কাউছার। উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম ও থানা অফিসার্স ইনচার্জ মোঃ জিয়ারুল ইসলাম সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভাটি সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শরীফ মোঃ গোলাম মোর্তাজা। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, সরকারি কলেজে প্রভাষক মোঃ মিজানুর রহমান, উপজেলা সমবায় অফিসার মোঃ মিজানুর রহমান, ইউপি চেয়ারম্যান মোঃ আজাদ খান, মুক্তিযোদ্ধা আবুল কালাম, শিক্ষক শিরিন সুলতানা ও সাংবাদিক মোঃ মেজবাহ উদ্দিন প্রমূখ। বক্তারা একুশের চেতনা নিয়ে দেশ গড়ার প্রত্যয় ব্যাক্ত করেন। সভাশেষে শিশুদের চিত্রাংকন ও রচনা প্রতিযোগীতায় বিজয়ীদের মাধ্যে পুরস্কার বিতরন করা হয়। বাদ যোহর উপজেলার বিভিন্ন মসজিদ মন্দির ও গীর্জায় শহীদদের আত্মার শান্তি কামনা করে বিশে মোনাজাত, দোয়া ও প্রার্থনা করা হয়।