ফরিদপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুর পলিটেকনিট ইন্সটিটিউটের আয়োজনে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখের, ফরিদপুর পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মো: আককাছ আলী সেখ।
আলোচনা সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, উপাধ্যক্ষ ষেখ মুস্তাফিজুর রহমান, চিফ ইনস্ট্রাক্টর মো: আমিনুর রহমান খান, এস এম ইসহাক, মো: জাহাঙ্গীর আলম, বিভাগীয় প্রধান মো: রিয়াজ হোসেন, মো: মিজানুর রহমান ভূঞা, মো: রেজাউল করিম, মো: ফাহিম আহমেদ।
আলোচনা সভার আগে সকল শহীদের আত্মার শান্তি কামনা করে দাঁড়িয়ে ১মিনিট নিরবতা পারন করা হয়। রাত ১২টা ১মিনিটের সময় ইন্সটিটিউটের শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন অধ্যক্ষ প্রকৌশলী মো: আককাছ আলী সেখ ও শিক্ষকবৃন্দ।
সকাল ৮টায় অধ্যক্ষের নেতৃত্বে একটি প্রভাত ফেরী বের হয়। প্রভাত ফেরিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহরের অম্বিকাময়দানে গিয়ে শেষে হয়। অম্বিকাময়দানে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ৫২’র ভাষা শহীদদের প্রতি বিন¤্র শ্রদ্ধা নিবেদন করেন অধ্যক্ষ প্রকৌশলী মো: আককাছ আলী সেখ।