দিনাজপুরের ঘোড়াঘাট মোটর সাইকেলের ধাক্কায় এক আদিবাসী ব্যাক্তি মারা যায়। ওই ঘটনায় মটর সাইকেল চালক গুরুতর আহত হয়ে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে ঘোড়াঘাট -দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের নুরজাহানপুর নামকস্থানে ঘোড়াঘাট পৌর এলাকার পাহাড়ীপাড়ার বিমল পাহাড়ী(৬২)কে একটি দ্রুতগামী মোটরসাইকেল সজোরে ধাক্কা দিলে বিমল পাহাড়ী গুরুতর ্আহত হলে তাকে হাসপাতালে নেয়ার পর মারা যায়। আহত মটর সাইকেল চালক ঘোড়াঘাট পৌর এলাকার নয়াপাড়ার মৃত আবু হোসেনের পুত্র সারোয়ার হোসেন(৪৫)।