বাংলাদেশ আওয়ামী লীগ, ফুলবাড়িয়া উপজেলা শাখার ত্রি বার্ষিক সম্মেলন ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে আজ ১৯ ফেবরুয়ারী ২০২২ সমাপ্ত হয়েছে। সম্মেলনের প্রথম অধিবেশনের পর দ্বিতীয় অধিবেশন জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে যে সকল প্রার্থীরা জীবন বৃত্তান্ত জমা দিয়েছিলেন তাদের সকলের সাথে কেন্দ্রয় কমিটির সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, কেন্দ্রীয় কমিটির সদস্য মারুফা আক্তার পপি, ও রেমন্ড আরেং এবং জেলা আওয়ামী লীগ সভাপতি জহিরুল হক খোকা ও সাধারণ সম্পাদক এড.মোয়াজ্জেম হোসেন বাবুলসহ অন্যান্য নেতৃবৃন্দের উপস্থিতিতে সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়।সমঝোতা বৈঠকে উভয় পদে প্রার্থীগণ কেন্দ্রীয় ও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের উপর কমিটি গঠনের দায়িত্ব প্রদান করেন।পরবর্তীতে কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ সকল প্রার্থীদের রাজনৈতিক ও সাংগঠনিক দিক বিবেচনা করেন অতঃপর বাংলাদেশ আওয়ামী লীগ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুলের স্বাক্ষরে এড.ইমদাদুল হক সেলিমকে সভাপতি এবং মোঃ হারুন-অর-রশিদ হারুনকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়।