নীলফামারীর সৈয়দপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক যুবক মারা গেছে। ২০ ফেব্রুয়ারি রাতে শহরের গোলাহাট নামকস্থানে ওই দুর্ঘটনা ঘটে। সৈয়দপুর জিআরপি পুলিশ জানায়, চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী আন্তঃনগর সীমান্ত এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন ওই যুবক।
বিষয়টি নিশ্চিত করে জিআরপি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহমান বিশ্বাস। তিনি জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।