নীলফামারীর সৈয়দপুরে এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ১৯ ফেব্রুয়ারি সন্ধায় ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটে শহরের নিয়ামতপুর আদানী পাড়ায়। ওই অগ্নিকাণ্ডে ৪ টি দোকান পুড়ে গেছ। ক্ষতি হয়েছে প্রায় ১০ লাখ টাকা তা প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এলাকার লোকজন জানান,আমিনুল ইসলামের ধান মিল থেকে আগুনের সূত্রপাত। যা মুহুর্তেই পাশের ভেলুর খড়ির গোলা ও ভাংড়ির দোকান, আতাউর রহমান ও আইয়ুব আলীর অটো পার্টস দোকানে ছড়িয়ে পড়ে।
খড়ি, ভাংড়ির দাহ্য সামগ্রী, ধানের খড়, তুষ, প্লাষ্টিক ও অন্যান্য দাহ্য পদার্থের কারণে আগুন তীব্র বেগে জ্বলে উঠে।
খবর পেয়ে আধা ঘন্টার মধ্যেই সৈয়দপুর ফায়ার সার্ভিসের দুইটি ও নীলফামারীর একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ফলে আগুনের হাত থেকে অন্যান্য দোকানগুলো রক্ষা পায়। এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে।
নীলফামারী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আমিনুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে আনুমানিক ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।