রংপুরের ৮ উপজেলায় বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়ে সৃষ্ট অসহয় দরীদ্র অসচ্চল প্রতিবন্ধীদের মাঝে গত অর্থ বছরে প্রায় সোয়া ৪২ কোটি টাকার অর্থ সহায়তা প্রদান করেছে সমাজসেবা অধিদপ্তর।
রংপুর সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আবদুল মতিন জানান, সমাজের অবহেলিত, বঞ্চিত, পিছিয়ে পড়া এমন জনগোষ্ঠিদের নিয়ে তাঁদের অভিভাবক বিশেষ করে মা-বাবাদের নিদারুন বিড়ম্বনা আর অর্থ কষ্ট সহ পারিবারিক এবং সামাজিক দূর্ভোগ মোকাবেলা করতে হয়। এসব জনগোষ্ঠির পরিবার গুলোর সামাজিক নিরাপত্ত বলয় সৃষ্টি করার লক্ষ্যে সরকার কিছুটা আর্থিক সংকোট মোচনের জন্য সমাজ কল্যাণ মন্ত্রনালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে দীর্ঘদিন ধরে অসহয় দরীদ্র অসচ্চল প্রতিবন্ধীদের মধ্যে ভাতা প্রদান অব্যহত রেখেছে। তিনি জানান, সরকারের সামাজিক নিরাপত্তা বেস্টনী কর্মসূচীর আওতায় গত ২০২০-২১ অর্থ বছরে এই কর্মসুচীর আওতায় রংপুর সিটি কর্পোরেশনের ৩৩ টি ওয়ার্ডে শহর সমাজসেবার অধীন ৭ হাজার ৩৪৬ অসচ্চল প্রতিবন্ধী পরিবারের জন্য ৬ কোটি ৬১ লাখ ১৪ হাজার টাকা বিতরন করা হয়েছে। এ ছাড়া জেলার মিঠাপুকুরে ৯ হাজার ৮৪ পরিবারের জন্য ৮ কোটি ১৭ লাখ ৫৬ হাজার টাকা। পীরগঞ্জে ৭ হাজার ৪৩৮ পরিবারের জন্য ৬ কোটি ৬৯ লাখ ৪২ হাজার টাকা। পীরগাছায় ৩ হাজার ৮১৫ পরিবারের জন্য ৩ কোটি ৪৩ লাখ ৩৫ হাজার টাকা। কাউনিয়ায় ৪ হাজার ৩৭৯ পরিবারের জন্য ৩ কোটি ৯৪ লাখ ১১ হাজার টাকা। গংগাচড়ায় ৫ হাজার ৭০ পরিবারের জন্য ৪ কোটি ৫৬ লাখ ৩০ হাজার টাকা। তারাগঞ্জে ২ হাজার ৩৮০ পরিবারের জন্য ২ কোটি ১৪ লাখ ২০ হাজার টাকা। বদরগঞ্জে ৫ হাজার ৪৮৮ পরিবারের জন্য ৪ কোটি ৯৩ লাখ ৯২ হাজার টাকা এবং সদর উপজেলার ১ হাজার ৮৪০ পরিবারের জন্য ১ কোটি ৬৫ লাখ ৯৬ হাজার টাকা সহ জেলায় মোট ৪৬ হাজার ৮৪৪ অসচ্চল প্রতিবন্ধী ব্যক্তির মাঝে প্রত্যেককে প্রতি মাসে ৭৫০ টাকা হারে বছরে ৯ হাজার কোরে টাকা বিতরন করা হচ্ছে। এর মাধ্যমে গত অর্থ বছরে মোট ৪২ কোটি ১৫ লাখ ৯৬ হাজার টাকা বিতড়ন করা হয়।
দেশের দুঃস্থ অবহেলিত এবং অনগ্রসর প্রতিবন্ধী জনগনের কল্যাণ ও উন্নয়নের লক্ষ্যে সরকার এ কর্মসূচি চালু রেখেছে। এই কর্মসুচীর আওতায় এ পর্যন্ত রংপুর জেলার ৮ উপজেলায় এবং রংপুর সিটি কর্পোরেশন এলাকার এসব অবহেলিত, দুঃস্থ, অসহয়, দরীদ্র এবং অনগ্রসর প্রতিবন্ধী জনগনের জন্য সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে সরকারের সমাজ সেবা তহবিল থেকে অর্থ সহায়তা প্রদান অব্যহত রয়েছে। এই অর্থে ঐ সব অসহয় দরীদ্র পরিবার তাঁদের প্রয়োজনীয় নূন্যতম সেবা গ্রহনের সুযোগ পেয়েছে।