করোনা পরিস্থিতিতে অসহায় হয়ে পড়া প্রতিবন্ধীদের পরিবার ও নি¤œ আয়ের ২০০ মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও শীতের তীব্রতা থেকে রক্ষায় কম্বল বিতরন করা হয়েছে।
শনিবার দুপুরে দিনাজপুর শহরের লালবাগ মাঠ সংলগ্ন পরিধি সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ২০০জনের মাঝে এসব কম্বল বিতরন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন অসহায় মানুষগুলো আমাদের সমাজের অংশ। তাই যে কোন সংকটকালীন পরিস্থিতিতে সরকারের নানা উদ্যোগের পাশাপাশি আমাদের সকলকে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে তাদের পাশে এগিয়ে আসা উচিত।
কম্বল বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন লালবাগ উন্নয়ন পরিষদের সাধারন সম্পাদক এ.কে.এম মামুনুর রশিদ।
পরিধি সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক সোহেল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন লালবাগ উন্নয়ন পরিষদের দপ্তর সম্পাদক আসিফ বিন কবির।
এসময় আরো উপস্থিত ছিলেন, পরিধি সমাজ কল্যাণ সংস্থার সভাপতি রাশেদুর রহমান,কোষাধ্যক্ষ মাহবুব শাহসহ আরো অনেকে।