করোনা মহামারীতে নানা চড়াই উৎরাই পার করতে হয়েছে কিংবা হচ্ছে বাংলাদেশকে। এ সময়ে বিদেশে বাংলাদেশের শ্রমবাজার সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে। ২০১৭ সালে বিভিন্ন দেশে বাংলাদেশি কর্মী ছিল ১০ লাখের ওপর। ২০২০ সালে সেই সংখ্যা কমে হয় দুই লাখ ১৭ হাজার ৬৬৯ জন। শুধু বাংলাদেশেই নয়, জনশক্তি রপ্তানিকারী প্রতিটি দেশেই এই সংখ্যা দ্রুত হ্রাস পেয়েছে।
শ্রমবাজার খারাপ হওয়ায় কমেছে রেমিট্যান্স বা প্রবাস আয়ের প্রবাহ। কিন্তু সুখের বিষয়, কর্মী কমলেও ২০২০ সালে বাংলাদেশের প্রবাস আয় বৃদ্ধি পেয়েছে উল্লেখযোগ্য হারে। গত বুধবার এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) প্রকাশিত এশিয়ান ইকোনমিক ইন্টিগ্রেশন রিপোর্ট (এইআইআর) ২০২২ প্রতিবেদন অনুযায়ী, ২১.৭ বিলিয়ন ডলার আয় করে ২০২০ সালে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর মধ্যে পঞ্চম স্থান অর্জন করেছে বাংলাদেশ। প্রথম স্থানে আছে ভারত। এরপর চীন, ফিলিপাইন ও পাকিস্তান রয়েছে যথাক্রমে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানে। প্রতিবেদন অনুযায়ী, সরকারের গৃহীত কিছু পদক্ষেপ, বিশেষ করে প্রণোদনা প্রদানের ফলে বৈধ চ্যানেলে অর্থ প্রেরণে উৎসাহিত হয়েছেন প্রবাসীরা।
বাংলাদেশে কর্মক্ষম অথচ বেকার তরুণের সংখ্যা এখনো অনেক বেশি। দিন দিনই বাড়ছে এই সংখ্যা। দেশে উপযুক্ত কর্মসংস্থান না হওয়ায় অনেকেই বিদেশে পাড়ি জমান। কিন্তু বৈধভাবে বিদেশে যাওয়ার সুযোগ কম থাকায় অনেকেই দালাল বা মানবপাচারকারীদের খপ্পরে পড়েন। এতে তাঁরা শুধু আর্থিকভাবেই ক্ষতিগ্রস্ত হন না, তাঁদের ও তাঁদের পারিবারিক জীবনে নেমে আসে এক শোচনীয় পরিণতি। গত ২৫ জানুয়ারি নৌকায় ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার সময় অতিরিক্ত ঠা-ায় সাত বাংলাদেশির মৃত্যু হয়েছে।
করোনা মহামারির সময় বিশ্বব্যাপী অর্থনৈতিক কর্মকা-ে এক ধরনের স্থবিরতা নেমে এসেছিল। সেই স্থবিরতা কমিয়ে অর্থনীতি আবার চাঙ্গা হচ্ছে। শ্রমশক্তি আমদানিকারক দেশগুলোতে নতুন করে চাহিদা তৈরি হচ্ছে। এই সুযোগ আমাদের যথাযথভাবে কাজে লাগাতে হবে। পাশাপাশি আমাদের দক্ষ জনশক্তি রপ্তানির ওপর আরো বেশি গুরুত্ব দিতে হবে। আমাদের মনে রাখতে হবে, কায়িক শ্রমের চাহিদা ক্রমেই কমছে। প্রায় সব ক্ষেত্রেই বাড়ছে দক্ষ জনশক্তির চাহিদা। তা ছাড়া দক্ষ জনশক্তি রপ্তানি করা গেলে প্রবাস আয়েও উল্লম্ফন ঘটবে। যাদের শ্রমে-ঘামে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার তহবিল ক্রমেই স্ফীত হচ্ছে, তাদের জন্য সরকার আরো সুযোগ-সুবিধা বাড়াবে এটাই কাম্য।