শেরপুরের নকলায় স্বেচ্ছাসেবী সংগঠন “নকলা অদম্য মেধাবী সংস্থা”র পক্ষ থেকে গরীব মেধাবী ২০জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান করা হয়েছে। শুক্রবার উপজেলা পরিষদ হলরুমে এ মেধাবৃত্তি বিতরণ করা হয়।
নকলা অদম্য মেধাবী সংস্থার সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, যুবলীগের যুগ্ম আহ্বায়ক এফএম কামরুল আলম রঞ্জু, সংস্থার নির্বাহী পরিচালক আবু শরীফ কামরুজ্জামান ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রমুখ।
বলেন, মানুষের তীব্র ইচ্ছে আর প্রচেষ্টার কাছে কোন কিছুই অসম্ভব নয়। তার জ¦লন্ত উদাহরণ হচ্ছেন নকলা অদম্য মেধাবী সংস্থা। নিজের দেশের মানুষের জন্য কাজ করার প্রবল ইচ্ছে থাকলে আর নিজ জন্মস্থানের প্রতি ভালবাসা থাকলে কয়েক হাজার মাইল দূরে থেকেও মানুষের মঙ্গলের জন্য কাজ করা যায়।
জানা যায়, নকলা উপজেলার চরঅষ্টধর ইউনিয়নের বাসিন্দা অস্ট্রেলিয়া প্রবাসী আবু শরীফ কামরুজ্জামানের নিরলস প্রচেষ্টায় ও অর্থায়নে ২০১৭ সালের ১লা জুলাই যাত্রা শুরু হয় সেচ্ছাসেবী ও সহায়তা মূলক সংগঠন ” নকলা অদম্য মেধাবী সংস্থা”র।