রংপুরের তারাগঞ্জে একুশে ফেব্রুয়ারী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ইউএনও রাসেল মিয়া। সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতিয়ার রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বায়েজিদ বোস্তামী, সাবিনা ইয়াছমিন, উপজেলা কৃষি কর্মকর্তা ঊর্মি তাবাসসুম, প্রাণিসম্পদ কর্মকর্তা ফরহাদ নোমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নীল রতন দেব, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হক, মাধ্যমিক শিক্ষা কর্মকতা সেলিনা পারভিন, কুর্শা ইউনিয়নের চেয়ারম্যান আফজালুল হক, আলমপুম ইউনিয়নের চেয়ারম্যান রবিউল ইসলাম, ইকরচালী ইউনিয়নের চেয়ারম্যান ইদ্রিস উদ্দিন, হাড়িয়ারকুঠি ইউনিয়নের চেয়ারম্যান কুমারেশ রায় ও সয়ার ইউনিয়নের চেয়ারম্যান আল ইবাদত হোসেন পাইলট।