শতাধিক ভ্রাম্যমান দোকান থেকে অবৈধভাবে অর্থ আদায়ের অভিযোগ ওঠেছে এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শেরপুরের শ্রীবরদী উপজেলার মাটিকাটা জিএম উচ্চবিদ্যালয় মাঠে। মঙ্গলবার পুষ্টি ভাতা বিতরণে কয়েক হাজার লোকের সমাগম ঘটে। এতে শতাধিক ভ্রাম্যমান দোকান বসে ওই মাঠে। এ সুযোগে দোকান মালিকের কাছ থেকে এ অর্থ আদায় করে ওই বিদ্যালয়ের সাবেক নৈশ্য প্রহরি শাহেদ আলী ওরফে আদু মিয়া। এ ঘটনায় ক্ষুদ্ধ হয়ে ওঠে দোকান মালিক সহ ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যরা। ঘটনাটি নিয়ে স্থানীয় কর্ণঝোড়া বাজারে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা। প্রশ্ন ওঠেছে কেন এভাবে গরিব দোকান মালিকদের কাছ থেকে টাকা নেয়া হলো?
অভিযোগে জানা যায়, মাটিকাটা জিএম উচ্চবিদ্যালয় মাঠে গত মঙ্গলবার বিতরণ করা হয় পুষ্টি ভাতা। এ সময় সহা¯্রাধিক ভাতা ভোগি ও ছেলে মেয়ে আসে ওই মাঠে। এতে বসে বিভিন্ন পন্য সামগ্রীর দোকানপাট। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান দুলালের নির্দেশে নৈশ্য প্রহরি শাহেদ আলী ওরফে আদু মিয়া জোরপূর্বক ওইসব দোকান মালিকের কাছ থেকে ৩ শ হতে ৫ শ করে টাকা আদায় করে। অবৈধভাবে দোকান মালিকদের কাছ থেকে অবৈধভাবে অর্থ আদায়ের বিষয়টি নিয়ে অভিযোগ তুলে বিচারের দাবি করছেন ওই বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ সদস্য আনোয়ার হোসেন ছানু, ভুক্তভোগী দোকান মালিক কর্ণজোড়া গ্রামের ঝালমুড়ি বিক্রেতা আজবাহার আলী, আলতাফ হোসেন, রুবেল মিয়া, মোহাম্মদ আলী, আক্কাস আলী, আসাদুল ইসলাম সহ অনেকে। এ ঘটনায় দোকান মালিকদের কাছ থেকে টাকা উত্তোলন কারী ওই বিদ্যালয়ে নৈশপ্রহরী সাহেদ আলী ওরফে আদু মিয়া বলেন, আমি প্রধান শিক্ষকের নির্দেশে সকল দোকানদারের কাছ থেকে ৩শ হতে ৫শ করে টাকা উত্তোলন করেছি। উত্তোলনকৃত টাকা প্রধান শিক্ষকের কাছে জমা দিয়েছি। তিনি আরো বলেন, এসব টাকা আমি এবং আরেকজন বেতন ভাতা দেয়ার জন্য উত্তোলন করা হয়েছে। তবে টাকা উত্তোলনের বিষয়টি অস্বীকার করে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান বলেন, আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিচ্ছে। আমি কোনো টাকা তোলার ব্যাপারে কিছুই বলি নাই। এ ব্যাপারে কথা হয় উপজেলা মাধ্যমিক অফিসার মোশারফ হোসেনের সাথে। তিনি বলেন, বিষয়টি আমি জানিনা। তবে আমার কাছে অভিযোগ এলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা আক্তার বলেন, এ ব্যাপারে মাধ্যমিক অফিসারের সাথে কথা বলে ব্যবস্থা নেয়া হবে। এদিকে ঘটনার পর থেকে স্থানীয় কর্ণঝোড়া বাজারে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। ভোক্তভোগীদের দাবি বিষয়টি সরেজমিনে তদন্ত করে প্রধান শিক্ষকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ।