একটি দেশ উন্নত না অনুন্নত তা নির্ভর করে দেশটি শিল্পক্ষেত্রে কতোটা অগ্রসর। যে দেশ শিল্পক্ষেত্রে যতো এগিয়ে, সে দেশ ততো উন্নত। দেশের শিল্প উন্নত ও আধুনিক না হলে যেকোনো দেশই অন্য দেশের ওপর নির্ভরশীল হয়ে পড়বে। শুধু বাংলাদেশ নয়, সব দেশের জন্য এই সত্য প্রযোজ্য। বাংলাদেশের শিল্প কাক্সিক্ষত পর্যায়ে যাতে বিকশিত হতে পারে তার জন্য কাজ করে বিসিক।
জানা যায়, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন বিসিকের ৭৯টি শিল্পনগরে মোট ১১ হাজার ৬৩৬ শিল্প প্লটের মধ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ১০ হাজার ৬৪৮টি। এসব বরাদ্দ করা প্লটে শিল্প-কারখানা থাকার কথা পাঁচ হাজার ৯৯৮টি। তবে বর্তমানে উৎপাদনরত আছে চার হাজার ৭৬৯টি কারখানা। বাস্তবায়নাধীন ৬৩৫টি। আর রুগ্ণ বা বন্ধ আছে ৫৯৪টি শিল্প-কারখানা। প্রকাশিত খবর অনুযায়ী, প্লট বরাদ্দ নিয়েও যাঁরা দীর্ঘ সময়ে কাজ শুরু করেননি, তাঁদের প্লট বাতিল করা হয়েছে। যাঁরা কারখানা বন্ধ রেখেছেন, তাঁদের প্লটও বাতিল করা হচ্ছে। অনেক সময় দেখা যায়, বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলোর উদ্যোক্তারাও বিসিকের অনুমতি নিয়ে নতুন উদ্যোক্তার কাছে প্লট হস্তান্তর করেন। যাঁরা হস্তান্তর না করে দীর্ঘদিন কারখানা বন্ধ রাখেন, বিসিক তাঁদের প্লট বাতিল করে দেয়।
এতে কোন সন্দেহ নেই যে, বাংলাদেশ এখন শিল্পে অনেক এগিয়েছে। অনেক পণ্য এখন বাংলাদেশে তৈরি হচ্ছে। দেশে তৈরি অনেক পণ্য বিদেশি পণ্যের সঙ্গে রীতিমতো প্রতিযোগিতা করছে। কিন্তু এসব শিল্প সুরক্ষার কোনো পরিকল্পনা সরকারের আছে বলে মনে হয় না। বিদেশি পণ্যের সঙ্গে যখন দেশের কোনো পণ্য প্রতিযোগিতা করছে, তখন দেশে শিল্পনগরীতে কারখানা বন্ধ থাকবে কেন? এখানে তো সম্পূরক শিল্প গড়ে তোলা যেতে পারে।
বাংলাদেশে বেসরকারি খাতে দেশের শিল্প বিকশিত হওয়ার সুযোগ রয়েছে। নতুন নতুন শিল্প-কারখানা গড়ে উঠলে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির পাশাপাশি দেশের অর্থনীতিতেও জোয়ার আসবে। দেশের অভ্যন্তরে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারলে অগ্রগতির ধারা অব্যাহত রাখা কঠিন হবে না।
এটিও স্পষ্ট যে, আমাদের দেশে রপ্তানি প্রবৃদ্ধির হার বেড়েছে। দুর্ভাগ্য হচ্ছে, আমরা এখনো উৎপাদনকারী হতে পারিনি। শিল্প-কারখানার যন্ত্রপাতি তৈরিতে আমরা আরো বেশি উদ্যোগী হলে বাংলাদেশে নতুন নতুন শিল্প বিকাশের সুযোগ তৈরি হতো। আমাদের এখানে উদ্ভাবকের অভাব নেই। কিন্তু উদ্ভাবনার কোনো বিকাশ ঘটেনি। পেনসিল থেকে শুরু করে ইরেজার, স্টাপলার মেশিন ও পিন, শিশুদের খেলনাÑঅনেক কিছুই এখনো আমদানি করতে হচ্ছে বিদেশ থেকে। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে প্রয়োজন সামান্য একটু উদ্যোগ।
এই স্বপ্ন বাস্তবায়ন অসম্ভব কিছু নয় যদি সঠিক পরিকল্পনা থাকে। আর এর জন্য প্রয়োজন সঠিক বিনিয়োগ। বাংলাদেশে বিনিয়োগের সেই সুযোগ সৃষ্টি করতে বিসিককে উদ্যোগী হতে হবে। দিতে হবে সৃজনশীলতার পরিচয়। শিল্পের আধুনিকায়নে বিসিক ভূমিকা রাখবেÑএটাই প্রত্যাশা।