নির্দিষ্ট আয়ের মানুষের জীবন যাত্রা ক্রমেই কঠিন হয়ে পড়ছে। বাড়ছে নিত্য পণ্যের দাম, বাসা ভাড়া, সেবা বিল, সন্তানদের লিখা-পড়ার খরচ ও পরিবহন ভাড়া। দরিদ্র মানুষ সংকটে আর মধ্যবিত্তরা দুর্দশায় দিন কাটাচ্ছেন। ২০১৯ সালের ৭ জানুয়ারি বর্তমান সরকার রাষ্ট্রপরিচালনার দায়িত্ব নেয়। সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ওই দিনের বাজার তালিকা ও গত ১০ জানুয়ারির তালিকা ধরে তুলনামূলক বিশ্লেষণ করে দেখা যায় মোটা চালের দাম ১৫, মোটা দানাদার মসুর ডাল ৭৭, খোলা সয়াবিন তেল ৫৪, চিনি ৪৯ ও আটার দাম ২১ শতাংশ বেড়েছে। টিসিবির হিসাব মতে ২০১৯ সালের ৭ জানুয়ারি পাঁচ লিটারের এক বোতল সয়াবিন তেলের দাম ছিল ৪৬৫ থেকে ৫১০ টাকা, এখন তা বেড়ে হয়েছে ৭০০ থেকে ৭৮০ টাকা। অর্থাৎ শুধু সয়াবিন তেল কিনতে একটি পরিবারের ব্যয় বেড়েছে ৫৬ শতাংশ। কাঁচা বাজারে মাছ, মাংস ও সবজির দাম নিয়মিত উঠানামা করে। গত এক বছরে ফার্মের মুরগির দামও বেড়েছে। শীতকালে শাকসবজির দাম কম থাকলেও এবার তা দেখা যায়নি। গরুর মাংস আগে ৫০০ টাকা কেজি হলেও এখন ৫৮০ থেকে ৬২০ টাকা। কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ১৮টি সবজির দাম বিশ্লেষণ করে দেখিয়েছে ২০২০ সালে সবজির দাম গড়ে ১০ শতাংশ বেড়েছে। বাদ নেই সাবান, সোডা, পেস্ট ও টিস্যুর দাম বাড়া।
অন্যদিকে সন্তানদের শিক্ষা প্রতিষ্ঠানে পড়তে গুনতে হচ্ছে বাড়তি টাকা। জ¦ালানী তেলের দাম বেড়ে যাওয়ায় পরিবহন খরচও ৩০ থেকে ৪০ শতাংশ বেড়েছে, সাথে বেড়েছে বাড়ি ভাড়া। এদিকে সরকার গ্যাস, পানি ও বিদ্যুৎ মূল্য বাড়াবার প্রক্রিয়া শুরু করেছে। অথচ বাস্তবতা হচ্ছে কারো বেতন বাড়ে নি। এ অবস্থায় বাজারের এ ঊর্ধ্বগতি গণ-মানুষের জীবন যাত্রায় বেসামাল করে দিয়েছে। এমনি করোনা পরিস্থিতির কারণে দেশের অধিকাংশ মানুষেরই আর্থিক অবস্থা ভেঙ্গে পড়ছে। অনেকে কাজ হারিয়ে বেকার। এসব পরিস্থিতিতে জীব যাত্রার খরচ বেড়ে যাওয়া মড়ার ওপর খাড়ার ঘা সামিল। করোনা কালে দেশে দরিদ্রতার হার বেড়েছে বলে কয়েকটি সংস্থা জরিপ করে দেখিয়েছে, দারিদ্রের হার ২১ শতাংশ থেকে বেড়ে ৪২ শতাংশে দাঁড়িয়েছে। অবশ্য সরকার এ পরিসংখ্যান নাকোচ করে দিয়েছে। যদিও সরকারি সংস্থা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এ ব্যাপারে কোনো জরিপ বা বিশ্লেষণ করে নি। তবে ২০২০ সালের অক্টোবরে এক জরিপে তারা বলেছিল মানুষের আয় ২০ শতাংশ কমে গেছে।
দফায় দফায় নিত্য-পণ্যের ব্যয় সহ জীবন যাত্রার ব্যয় বেড়ে যাওয়ার কারণ হিসেবে সরকার ও ব্যবসায়ীরা আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম বেড়ে যাওয়ার কথা বলছে। কিন্তু বৃহত্তর জনগোষ্ঠীর কল্যাণের কথা বিবেচনা করে সরকার কর ছাড়, খোলা বাজারে পণ্য বিক্রি বাড়ানো ও বাজার তদারকি করে নিত্য-পণ্যের দাম নিয়ন্ত্রণ রাখতে পারে বলে মনে করেন অর্থনীতিবিদ ও বিশ্লেষকরা। কিন্তু সরকার বাজার নিয়ন্ত্রণে কার্যকর-ভাবে তৎপর নয়। টিপিবির লাইনে ভাল কাপড় পরা লোকজন দেখা যাচ্ছে বাণিজ্যমন্ত্রী এমন মন্তব্য করলেও বাজার নিয়ন্ত্রণে উদ্যোগী হতে দেখা যাচ্ছে না। বাজার নিয়ে সরকারের শীত নিদ্রা দ্রুত ভঙ্গ হতে হবে। নইলে বেঁচে থাকার তাগিদে চুরি ডাকাতি বেড়ে যেতে পারে। তাই কঠিন হাতে বাজার নিয়ন্ত্রণ করতে হবে।