কুয়াকাটা সৈকতে এবং চরবিজয় এলাকায় সাগর থেকে ভেসে আসছে হাজার হাজার জেলিফিশ। এসব জেলিফিশ বেলাভূমিতে আটকে মারা পড়ছে। গত তিনদিন ধরে এভাবে হাজারো জেলিফিশ বেলাভূমে আটকে মারা পড়ছে। এর সংখ্যা ক্রমশ বাড়ছে। স্থানীয় জেলেরা বলছেন, তাদের জালেও আটকা পড়ছে জেলিফিশ। অনেক জেলিফিশ আবার মরার পরে শুকিয়ে দুর্গন্ধ ছড়াচ্ছে। ফলে সৈকতের বেলাভূমে ঘুরতে পর্যটকরা বিব্রতবোধ করছেন। সিনিয়র কলাপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, এসব জেলিফিশের সাঁতার কাটার সক্ষমতা খুবই কম। বাতাস এবং সামান্য ঢেউয়ের তোড়ে কিনারে ভেসে আসছে জেলিফিশ। বেলাভূমিতে মুখ থুবড়ে পড়ে মারা যাচ্ছে। এসব জেলিফিশ এর উপ-অঙ্গ বালুতে চাপা পড়েও মারা পড়ছে। জেলিফিশগুলো মুন প্রজাতির। যার বৈজ্ঞানিক নাম ‘আওরেলিয়া আওরেটা’ বলেও এ কর্মকর্তা নিশ্চিত করেছেন। তিনি আরও জানান,শীত শেষ হওয়ায় এ জেলিফিশ গভীর সমুদ্র থেকে অগভীর এলাকায় ভেসে আসছে। ইউএসএআইডি ইকোফিশ ২ ওয়ার্ল্ডফিশ পটুয়াখালীর সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি উপর্যুক্ত সমস্যার পাশাপাশি জেলিফিশ আবাসস্থল পরিবর্তন করতে গিয়েও এমন সমস্যা হতে পারে বলে মতামত ব্যক্ত করেন। আবাসস্থলে সমস্যাও হতে পারে বলে ধারণা করছেন। তবে স্থানীয় লোকজন জানান, পর্যটকদের স্বাচ্ছন্দ্যে ঘুরতে মরা জেলিফিশ বেলাভূমি থেকে অপসারণ করা জরুরি প্রয়োজন। কুয়াকাটা বীচ ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব ও কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক জানান, তিনি প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন।