জেলার ঝিনাইগাতী সীমান্তে আবারও শুরু হয়েছে
বন্যহাতির তা-ব। গত তিন দিন থেকে উপজেলার কাংশা ইউনিয়নের তাওয়াকুচা ও
দুধনই গ্রামে তা-বলীলা চালাচ্ছে। দিনে গভীর অরণ্যের আশ্রয়ে থাকলেও রাতে
খাদ্যের সন্ধানে নেমে আসছে লোকালয়ে। ঘরবাড়ি ও গাছপালার ব্যাপক ক্ষতি সাধন
করে চলেছে বন্যহাতির দল।
কাংশা ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান বলেন, সোমবার (১৪ ফেব্রুয়ারি )
রাত সাড়ে ৮টার দিকে বন্যহাতির দল উপজেলার গুরুচরণ দুধনই গ্রামে নেমে এসে
লোকালয়ে হানা দেয়। এইসময় ২৫/৩০টি বন্যহাতির একটি দল ওই গ্রামের আব্দুল
মান্নান ও মোশারফ হোসেনের বাড়ির বসতঘরের বেড়া ভেঙ্গে গোলায় রাখা ধান ও
চাল খেয়ে সাবাড় করে। তছনছ করে দেয় ঘরের অন্যান্য মালামাল ও আসবাবপত্র।
আতঙ্কে বাড়ির লোকজন দৌড়ে নিরাপদ আশ্রয়ে চলে যায়। বন্যহাতির দল চলে যাওয়ার
সময় মোশারফ হোসেনের প্রায় ২ একর জমিতে রোপিত ড্রাগন ও মালটা বাগানের
ক্ষতি সাধন করে। এই ঘটনার পর থেকে এলাকায় হাতি আতঙ্ক বিরাজ করছে।
এদিকে খবর পেয়ে উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ
নাইম, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদ ঘটনাস্থল পরিদর্শন করেন।
ওইসময় উপজেলা চেয়ারম্যান এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম ক্ষতিগ্রস্ত
পরিবারকে তার ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক সহায়তা তুলে দেন। এ ছাড়া সরকারি
সহায়তা প্রদানের ও আশ্বাস দেন তারা।