পঞ্চগড়ের বোদায় প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান বুধবার অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাণি সম্পদ অফিসের আয়োজনে বোদা মডেল সরকারি স্কুল এ- কলেজ মাঠে অনুষ্ঠিত দিনব্যাপী প্রাণিস¤পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোলেমান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফারুক আলম টবি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র এ্যাড. ওয়াহিদুজ্জামান সুজা, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মকলেছার রহমান জিল্লুর। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পাদক অফিসার ডাঃ মোঃ আবদুস সোবাহান। এ সময় উপজেলার বিভিন্ন খামারী ও ভেটনারী ওষুধের ব্যাবসায়ীদের পুরস্কার প্রদান করা হয়।