শেরপুরের নকলা উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর আয়োজনে বুধবার দিনব্যাপি উপজেলা প্রাণিসম্পদ অফিস প্রাঙ্গনে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত ইউএনও মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহ্ মো: বোরহান উদ্দিন ,উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারী বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আম্বিয়া খাতুন, মেয়র হাফিজুর রহমান লিটন, উপজেলা প্রাণি সম্পদ অফিসার ড. মুহাম্মদ ইসহাক আলী,ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার প্রমুখ অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল গুলো পরিদর্শন করেন এবং খামারীদের সাথে খোলামেলা আলাপ করেন। শেষে শ্রেষ্ঠ খামারীদের মাঝে নগদ অর্থ ও সনদ পত্র প্রদান করা হয়।এসময় এসিল্যান্ড কাউছার আহাম্মেদ সহ সুধীজন ও খামারীরা উপস্থিত ছিলেন।