ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় এক রাতে তিন কৃষকের ১১ টি গরু চুরির ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার পাগলা থানাধীন পাঁচবাগ ইউনিয়নে এ ঘটনা ঘটে। চুরি হওয়া ১১টি গরুর দাম প্রায় ১৫ লাখ টাকা হবে বলে ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান।
জানা যায়, মঙ্গলবার গভীর রাতে উপজেলার পাঁচবাগ গ্রামের কৃষক সোহাগ মিয়ার দুধের গাভীসহ ৪টি, বাহার উদ্দিন মাষ্টারের ষাড়সহ ৪টি ও নলচিড়া গ্রামের আজু মিয়ার গোয়াল ঘর থেকে থেকে ৩টি গরু চুরি করে নিয়ে যায় চোরের দল। স্থানীয় ইউপি সদস্য হাফেজ রায়হান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইদানীং এলাকায় গরু চুরির প্রবণতা বেড়ে যাওয়ায় কারণে কৃষকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বর্তমানে এলাকার অনেক কৃষক রাত জেগে তাদের গোয়াল ঘর পাহারা দিচ্ছেন।
পাগলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রাশেদুজ্জামান বলেন, গরুর চুরির বিষয়টি আমার জানা নেই। তবে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।