কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় প্রানী সম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের আওতায় প্রানী সম্পদ প্রদর্শনীর আয়োজন করা হয়।
বুধবার সকাল ১০ টায় উপজেলা প্রানী সম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতাল চত্বরে এ প্রদর্শীর উদ্বোধন করেন, সংসদ সদস্য সরওয়ার জাহান বাদশা, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল জব্বার এর সভাপতিত্ত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এজাজ আহমেদ মামুন, ভারপ্রাপ্ত প্রানী সম্পদ কর্মকর্তা সোহাগ রানা প্রমুখ। প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন এলাকার পঞ্চাশটি ষ্টলে গবাদি পশু, হাঁস, মুরগী, কবুতর সহ নানা প্রজাতির পশু-পাখি প্রদর্শিত হয়।