চট্টগ্রামের হাটহাজারীর ফরহাদাবাদস্হ মহিলা ও শিশু-কিশোরী হেফাজতীদের নিরাপদ আবাসন (সেফ হোম) এর উদ্যোগে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২২ উপলক্ষে শহিদ মিনার অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার প্রতিষ্ঠানের হলরুমে “রক্তে পাওয়া মাতৃভাষা” শীর্ষক প্রতিযোগিতায় ২৮ জন শিশু-কিশোরী শহিদ মিনার অঙ্কন করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিষ্ঠানের উপতত্ত্বাবধায়ক মোহাম্মদ আলমগীর। বিচারকের দায়িত্ব পালন করেন অফিস সহকারী মোঃ কামরুল হাসান,নার্স শিরিন ইসলাম,সমাজকর্মী লাভলী বড়ুয়া,রাজিয়া সুলতানা,ফাহমিদা খাতুন ও নিপু দাশ প্রমুখ।