চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নের পশ্চিম ধলই গাদা মার্কেট এলাকায় গত রোববার দিবাগত রাতে ছড়া ভরাটের উদ্দেশ্য পতিত জমি থেকে মাটি কাটার অভিযোগে একটি ও ভরাট কাজে ব্যবহৃত দুটি ট্রাক আটক করে হাটহাজারী মডেল থানার পুলিশ।
সোমবার দুপুরে আটককৃত তিনটি গাড়ির মালিক মোঃ নাজিম উদ্দিনকে ওই অপরাধে মোবাইল কোর্টে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। কোর্ট পরিচালনা করেন নির্বাহী অফিসার মোঃ শাহিদুল আলম।
এ বিষয়ে ইউএনও মোঃশাহিদুল আলম জানান, পরিবেশ আইন অমান্য করে মাট কেটে ছড়া ভরাট করার দায়ে মোবাইল কোর্টে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।