রংপুরের পীরগাছায় সড়ক দুর্ঘটনায় শফিকুল ইসলাম (৪৫) নামের এক রাজমিস্ত্রি মারা গেছেন। শনিবার সন্ধ্যা ৭ টার দিকে রংপুর থেকে মটরসাইকেল চালিয়ে রংপুর কাজের সাইড দেখতে যাবার পথে হাউদারপাড় নামক স্থানে তিনি দুর্ঘটনার শিকার হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে চলাচলরত লোকজন তাকে রাস্তার উপর মৃত অবস্থায় পান। কোন যানবাহনের চাপায় শফিকুল ইসলাম মারা গেছেন তা কেউ বলতে পারেনি। নিহত শফিকুল ইসলাম উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের পূর্বদেবু (ভাটিপাড়া) গ্রামের বন্দে আলীর ছেলে। তিনি দীর্ঘদিন থেকে রাজমিস্ত্রির কাজ করে আসছিলেন। বিভিন্ন স্থানে কাজের সাইড চুক্তি নিয়ে তিনি করে থাকেন। পরে তার লাশ গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়।
এ বিষয়ে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরেস চন্দ্র বলেন, ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর আগে লাশ পরিবার নিয়ে গেছে। কোন যানবাহনে তিনি নিহত হয়েছেন তা শনাক্ত করা যায়নি।