রাজবাড়ী গোয়ালন্দে বেসরকারী উন্নয়ন সংস্থা পায়াক্ট বাংলাদেশ, এসটিআই/এইচআইভি প্রতিরোধ প্রকল্প, এসপি - ০১ প্রকল্পের আওতায় কর্মসূচি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। পায়াক্ট বাংলাদেশের দৌলতদিয়া শাখার ডিআইসি ম্যানেজার মোঃ মজিবুর রহামন খান (জুয়েল) এর সভাপতিত্তে ভার্চয়ালী যুক্ত ছিলেন প্রকল্পের টিম লিডার মোঃ শহিদুল ইসলাম, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট্য সমাজ সেবক ও পায়াক্ট বাংলাদেশের ডিআইসি এডভাইজার কমিটির সভাপতি ফকির আবদুল ছত্তার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভাইজার কমিটির সদস্য ও দৈনিক ইত্তেফাকের উপজেলা প্রতিনিধি আক্তারুজ্জামন মৃধা, দৈনিক সংবাদ প্রতিনিধি শেখ রাজীব, গোয়ালন্দ ঘাট থানার এ এস আই পিয়াল হাসান, গণস্বাস্থ্য দৌলতদিয়া শাখার ইনচার্জ জুলফিকার আলী, মেডিকেল অফিসার ডাঃ সৌরভ কুমার বিশ্বাস, শাপলা মহিলা উন্নয়ন সংস্থার প্রতিনিধি মোঃ জিয়াউর রহমান।