পঞ্চগড়ের বোদায় বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী বোদা উপজেলা শাখার ৬ষ্ট সম্মেলন গত শুক্রবার সন্ধ্যায় একুশ স্মৃতি পাঠাগারে অনুষ্ঠিত হয়। জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশনের মধ্যে দিয়ে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে উদীচী শিল্পী গোষ্ঠী বোদা উপজেলা শাখার সভাপতি প্রবীর চন্দ নয়নের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উদীচী শিল্পী গোষ্ঠী পঞ্চগড় জেলা সংসদ এর সভাপতি মোঃ সফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উদীচী শিল্পী গোষ্ঠী জেলা সংসদ এর সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া। স্বাগত বক্তব্য রাখেন বোদা উদীচী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক রাহুল ঘোষ। এ সময় উদীচী শিল্পী গোষ্ঠীর সকল সদস্যরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে সবার সম্মতিক্রমে বিশিষ্ট কবি ও কথা সাহিত্যিক প্রবীর চন্দ নয়নকে সভাপতি ও কবি মামুনুর রশিদকে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।