দিনাজপুরের খানসামা উপজেলার মালো নদীর পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মিজানুর রহমান চৌধুরী বিরুদ্ধে সাটিফিকেট ইন ইডুকেশন (সিইএড) পাশের জাল সনদ দিয়ে চাকুরী করার অভিযোগ রয়েছে।
অভিযোগ সুত্রে জানা গেছে, খানসামা উপজেলার মালো নদীর পাড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজানুর রহমান চৌধুরী গোপনে উম্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে সার্টিফিকেট ইন ইডুকেশন (সিইএড) পাশের জাল সনদ তৈরী করে বেতন স্কেল বৃুিদ্ধর জন্য শিক্ষা মন্ত্রনালয়সহ বিভিন্ন দপÍরে কাগজপত্র দাখিল করেন। মিজানুর রহমান চৌধুরী তখন থেকে জাল সনদ দিয়ে দীর্ঘদিন ধরে চাকুরি করে আসছেন। তিনি উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ে সিইএড কোর্সে ভর্তি হয়ে ফেল করেন। কলেজের কতিপয় শিক্ষকের সহাতায় মোটা অংকের টাকা দিয়ে জাল সনদপত্র সংগ্রহ করে। এ ব্যাপারে শনিবার দুপুরে মালো নদীরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরেজমিনে গেলে তাকে স্কুলে পাওয়া যায়নি। তার মুঠো ফোন ০১৭২২২৫২৫৮৪ নম্বরে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিফ করে তার স্ত্রীকে ফোনটি হস্তান্তর করলে তার স্ত্রী সাংবাদিক পরিচয় পেয়ে রং নম্বর বলে ফোন কেটে দেন। তবে স্কুলের সভাপতি সহকারি শিক্ষা অফিসার আ ঃ মান্নান বলেন, ২০১৩ সালে রেজিঃ প্রাথমিক বিদ্যালয় গুলো যখন জাতীয়করন করা হয় তখন যাচাই বাচাই করা হয়েছে। যদি অনলাইনে যাচাই বাচাই করা হতো তাহলে সব ধরা পড়তো। আপনারা যদি নিউজ করেন তাহলে আবার যাচাই বাচাই করা হবে। তখন যদি তার সনদ জাল হয় তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। স্কুলের প্রধান শিক্ষক মোছাঃ আফিয়া আনজুমান আরা বানু বলেন, আমিও বিযযটি কেবল জানলাম। তবে আমি এখানে ২০১৮ সালে বদলী হয়ে এসেছি। বিযয়টি আমি দেখছি। স্যারের সনদ যদি জাল হয় তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া দরকার। মালোপাড়া গ্রামের ছাত্র/ছাত্রীর অভিভাবক আইয়ুব আলী, জসিম উদ্দিন,মমেজা খাতুন ,বুলবুলি খাতুন বলেন এ রকম শিক্ষক দিয়ে জাঁতি কি আশা করবে। যেখানে স্কুলের শিক্ষক মিজানুর রহমান চৌধুরী নিজে জাল সনদ দিয়ে চাকুরি করছেন সেখানে আমাদের ছেলে মেয়েরা কি আশা করবে। এরকম শিক্ষকের বিরুদ্ধে জরুরী ব্যবস্থা নেয়া দরকার।
এব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এরশাদুল হক এ প্রতিনিধিকে বলেন, অভিযোগ কেউ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। আপনারা যেহেতু বলছেন, বিষয়টি খতিয়ে দেখা হবে। সে যদি প্রকৃতপক্ষে জাল সনদ দিয়ে চাকুরী করেন তাহলে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হবে এবং ইতঃপূর্বে যত বেতন খেয়েছে তাকে ফেরত দিতে হবে।