কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলায় ৬ষ্ঠ ধাপে নির্বাচিত নব নির্বাচিত চেয়ারম্যানকে বরণ ও সাবেক চেয়ারম্যানকে বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।
বৃহস্পতি বার বেলা ১১টায় রাজিবপুর সদর ইউনিয়ন পরিষদ চত্বরে ওই বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাবেক চেয়ারম্যান কামরুল আলম বাদলসহ তার সকল সদস্যকে বিদায় এবং নব নির্বাচিত চেয়ারম্যান মিরন মো. ইলিয়াস সহ নির্বাচিত সকল সদস্যকে বরণ করে নেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন চর রাজিবপুর উপজেলা পরিষদ চেযারম্যান আকবর হোসেন হিরো,আওযামীলীগ সাবেক সভাপতি আবদুস সবুর ফারুকী,বিএনপি সভাপতি অধ্যাপক মোখলেছুর রহমান,প্রবীন সাংবাদিক মতিউর রহমান,অধ্যক্ষ মাহবুবুর রশীদ মন্ডল,বিএনপি নেতা প্রভাষক গোলাম হোসেন,ছাত্রলীগ সভাপতি খাইরুল আলম ও ছাত্রদল আহ্বায়ক মোখলেছুর রহমান প্রমুখ।