জেলা প্রশাসনের মাধ্যমে শতভাগ প্রকল্পের পরিবীক্ষণ ও মূল্যায়নের দায়িত্ব প্রদান সম্পর্কিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশ অবিলম্বে প্রত্যাহারের দাবীতে রংপুরে শতাধিক প্রকৌশলী কর্মবিরতি পালনসহ মানববন্ধন সমাবেশ করেছেন। বৃহস্পতিবার নগরীর আরকে রোডস্থ ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন প্রাঙ্গনে এতে বক্তৃতা করেন, সংগঠনের ভাইস চেয়ারম্যান প্রকৌশলী রেজাউল করিম, প্রকৌশলী আবদুল গোফফার, সাধারণ সম্পাদক প্রকৌশলী রেজাউল হকসহ অন্যান্যরা। মানববন্ধন সমাবেশে বক্তারা বলেন, অনভিজ্ঞ আমলাদের মাধ্যমে প্রকৌশলীদের কাজ পরিবীক্ষণ ও মূল্যায়ন করলে নানা জটিলতার পাশাপাশি উন্নয়ন কাজে গতি হারাবে। এ ছাড়া এ আদেশ বাস্তবায়ন হলে অতিরিক্ত জেলা প্রশাসকদের মাধ্যমে নির্বাহী প্রকৌশলীদের নিয়ন্ত্রণের চেষ্টা করা হবে, যা প্রকৌশলীদের জন্য অসম্মানের।