কুড়িগ্রামের রাজারহাটে আইনশৃঙ্খলা বিষয়ক সভায় ছয় ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানদেরকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। বৃহস্পতিবার (১০ফেব্রুয়ারী) সকাল ১১টায় আইনশৃঙ্খলা সভায় রাজারহাট অফিসার্স ক্লাবে উপজেলা নির্বাহী অফিসার নুরে তাসনিমের সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন রাজারহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পী। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোঃ রাজু সরকার, উপজেলা কৃষি অফিসার সম্পা আক্তার।
অনুষ্ঠানের শুরুতে উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পী ও উপজেলা নির্বাহী অফিসার নুরে তাসনিম এবং রাজারহাট থানার ওসি মোঃ রাজু সরকার নবনির্বাচিত ছয় ইউনিয়নের চেয়ারম্যানদেরকে ফুল দিয়ে বরন করে নেন। এ সময় বক্তারা উপজেলার আইন শৃঙ্খলা সার্বিক পরিস্থিতির উপর গুরুত্বরোপ করেন।