দিনাজপুরে মোটরসাইকেল চুরি করে পালানোর সময় গণপিটুনিতে রবিউল ইসলাম ওরফে বাটুল (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গত ৯ ফেব্রুয়ারি বুধবার দিবাগত রাত ৮টার দিকে দিনাজপুরে সদর উপজেলার সদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ গণপিটুনির ঘটনা ঘটে। গণপিটুনিতে নিহত রবিউল ইসলাম বাটুল (৪০) খানসামা উপজেলার ভান্ডারদহ গ্রামের বকুলতলাপাড়ার আবদুল কাদেরের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার রাত ৮টার দিকে রবিউল ইসলাম বাটুল দিনাজপুর সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের সদরপুর চাকার বাজার এলাকা থেকে এক ব্যক্তির মোটরসাইকেল চুরি করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনগণ দেখতে পেয়ে তাকে ধাওয়া করে আটক করেন। পরে তাকে সদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নিয়ে গণপিটুনি দেয়।
পরে খবর পেয়ে স্থানীয় চৌকিদারসহ স্থানীয়রা রবিউল ইসলাম বাটুলকে আহত অবস্থায় উদ্ধার করে দিনাজপুরের এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল ১০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ভোরে বাটুল মারা যায়।
দিনাজপুর কোতয়ালি থানার ওসি মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত রবিউল ইসলাম বাটুলের বিরুদ্ধে কোতয়ালি থানাসহ বিভিন্ন থানায় মোটরসাইকেল চুরির অন্তত ৫০ টি মামলা রয়েছে।