চিরিরবন্দরে ১৫ কেজি গাঁজা, পিকআপ ভ্যানসহ ৩ জন ও পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে চিরিরবন্দর থানা পুলিশ।
থানা সুত্রে জানা গেছে, ১০ ফেব্রুয়ারী বৃহস্পতিবার ভোর সাড়ে ৫ টায় গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বজলুর রশীদের নেতৃত্বে অভিযান চালিয়ে উপজেলার আউলিয়াপুকুর ইউনিয়নের ভাদেরা গ্রামের পাঁকা রাস্তা থেকে ১৫ কেজি গাঁজা, মাদক বিক্রির সাড়ে ১০ হাজার টাকা, পিকআপ ভ্যানসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে হাতে নাতে আটক করেছে চিরিরবন্দর থানা পুলিশ। আটককৃতরা হল- রণজীৎ চন্দ্র রায় (৩০), রাজকুমার রায় ( ৫২), নন্দকিশোর রায় (৪৫)। এছাড়াও একই রাতে পৃথক অভিযানে মাদক ব্যবসায়ী সাইদুর রহমান, মিজানুর রহমানকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে।