জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি শুধু চিকিৎসকরা নয়, করোনা ও ওমিক্রন প্রতিরোধে সকলকে এগিয়ে আসতে হবে উল্লেখ করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুরদর্শী নেতৃত্বে করোনা ও ওমিক্রন মোকাবেলা সম্ভব হয়েছে। শেখ হাসিনা কোন কিছু ভয় না করে দেশের মানুষদের রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শেখ হাসিনার নেতৃত্বে একমাত্র আওয়ামী লীগ সরকারই জনগনের পাশে গিয়ে দাড়ায়। যে কোন দুর্যোগেও দেশের মানুষদের রক্ষা করেছে। তাই দেশের মানুষ আজ শান্তিতে আছে।
বৃহস্পতিবার দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্য, চিকিৎসা সেবা, করোনা ও ওমিক্রন ভাইরাস প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পর্যালোচনা সভায় হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি এসব কথা বলেন।
পর্যালোচনা সভায় বক্তব্য রাখেন, দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ মোমেনুল হক, হাসপাতালের সহকারি পরিচালক ডা. মো. আবু রেজা কল্লোল, কলেজের উপাধ্যক্ষ ডাঃ সৈয়দ নাদির হোসেন, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার, ডাঃ নুরুজ্জামান, ডাঃ বদরুল আহসান, ডাঃ এনামুল হক, ডাঃ ইশরাত শারমিন, ডাঃ ওলি আহাদ, ডাঃ শেখ ফরিদ প্রমুখ।
একই দিন দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ ছাত্রলীগের আয়োজনে অসহায় ও দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরন করেন প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।
এসময় আরও উপস্থিত ছিলেন বিএমএর সভাপতি ডাঃ ওয়ারেস আলী সরকার, ইন্টার্ণ চিকিৎসক পরিষদের সভাপতি ডাঃ আরমান হোসেন, সাধারন সম্পাদক ডাঃ জেবা ফারিহা ঐশী, কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম আবায়ক ডাঃ খায়রুল আলম পিয়াল, কলেজ ছাত্রলীগ নেতা জাকির, নাসিম প্রমুখ।