চিকিৎসা সেবার উন্নয়ন হলো উন্নত দেশ গঠনের অন্যতম শর্ত। চিকিৎসা বা স্বাস্থ্যসেবায় অগ্রগতি না হলে দেশ এগিয়ে যেতে পারে না। সরকার স্বাস্থ্যব্যবস্থার উন্নয়নে অনেক চেষ্টা করছে। উন্নয়নের সেই তালিকায় রয়েছে ইউনিয়ন পর্যায়ে কমিউনিটি ক্লিনিক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আধুনিকায়ন, বিশেষায়িত হাসপাতাল তৈরি, বিদ্যমান হাসপাতালগুলোতে সেবার পরিধি বাড়ানো ইত্যাদি। কিন্তু এসবের ফলে প্রান্তিক জনগোষ্ঠীর সেবাপ্রাপ্তি খুব একটা সহজ হয়েছে কি? বাস্তব চিত্র অবশ্য ভিন্ন কথাই বলে। জানা যায়, সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা দীর্ঘদিন ধরে চরমভাবে ব্যাহত হচ্ছে।
স্বাস্থ্য কমপ্লেক্সটির এই করুণ দশার কারণে দূর-দূরান্ত থেকে আসা শত শত সেবাপ্রত্যাশীকে প্রতিদিন চিকিৎসা না পেয়ে ফিরে যেতে হচ্ছে। ১৪ বছর ধরে বন্ধ রয়েছে হাসপাতালের অপারেশন থিয়েটার। অব্যবহৃত থাকায় প্রায় সব যন্ত্রপাতি নষ্ট হয়ে গেছে। হাসপাতালে জুনিয়র কনসালট্যান্টের (সার্জারি, মেডিসিন ও গাইনি) তিনটি পদই শূন্য। মেডিক্যাল অফিসারের দুটি পদও শূন্য। সহকারী সার্জনের সাতটি পদের মধ্যে চারটিই শূন্য। বাকি যে তিনজনের নিয়োগ আছে তাঁদেরও দুজন প্রেষণে অন্যত্র কর্মরত। ফলে হাসপাতালটিতে এখন কার্যত দায়িত্ব পালন করছেন মাত্র একজন চিকিৎসক। একই অবস্থা অন্যান্য লোকবলের ক্ষেত্রেও। ফলে কার্যত ভেঙে পড়েছে হাসপাতালের চিকিৎসাসেবা।
এই চিত্র শুধু তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নয়, সারা দেশের চিত্র কমবেশি প্রায় একই রকম। চিকিৎসকের অভাব, নার্স, টেকনিশিয়ান ও অন্যান্য লোকবলের অভাব, যন্ত্রপাতি পড়ে পড়ে নষ্ট হচ্ছে, চালানোর মতো লোক নেই, অনেক যন্ত্রপাতি দীর্ঘদিন ধরে অকেজো হয়ে পড়ে আছে, সারানোর উদ্যোগ নেই, এমনকি প্যাথলজি পরীক্ষার জন্যও রোগীদের ছুটতে হয় বেসরকারি ক্লিনিকেÑএ অবস্থায় দেশের স্বাস্থ্যব্যবস্থার যে হাল হয়েছে তা সহজেই অনুমেয়। বিশেষজ্ঞরা মনে করেন, দীর্ঘদিনের অবহেলা, সুষ্ঠু পরিকল্পনা ও উপযুক্ত তদারকির অভাব, সমন্বয়হীনতা এবং অনিয়ম-দুর্নীতির কারণেই দেশের স্বাস্থ্যব্যবস্থা এমন বেহাল। এটি স্পষ্ট যে, দরিদ্র শ্রেণির মানুষ বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেওয়ার সামর্থ রাখেন না। সরকারি হাসপাতালগুলোই তাদের শেষ আশ্রয়স্থল। জানা যায়, তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এই অবস্থা দীর্ঘদিন ধরে চলে এলেও তা সমাধানের কোনো উদ্যোগ নেই। হাসপাতালে এক্স-রেও হয় না। তাহলে এলাকার দরিদ্র রোগীরা কোথায় যাবে? তাদের বেশির ভাগের পক্ষেই বগুড়া বা অন্য কোনো শহরে গিয়ে চিকিৎসা নেওয়া সম্ভব নয়। কাজেই সরকার তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ দেশের দুর্দশাগ্রস্ত স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর সুস্বাস্থ্য রক্ষায় কার্যকর পদক্ষেপ নেবে এটাই প্রত্যাশা।