দিনাজপুরেরর হিলিতে বোরো ধান লাগাতে ব্যাস্ত সময় পার করছেন কৃষকরা। মাঘের এই কনকনে শীত অপেক্ষা করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে তাদের কাজের ব্যস্ততা। কেউ জমি তৈরিতে, কেউ বা চারা উত্তোলন আবার কেউ চারা রোপন করার কাজ করছে।
উপজেলা কৃষি অফিসার ড. মমতাজ সুলতানা জানান, ‘চলতি বোরো মৌসুমে এই উপজেলায় ধান চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭ হাজার ১০৫ হেক্টর জমি। ইতোমধ্যে উপজেলায় প্রায় ৭০ শতাংশ জমিতে চারা রোপন হয়েছে। এখনও অনেক কৃষকরা ধান চাষে ব্যস্ত আছেন। আমরা এই উপজেলায় সরকারি ভাবে ৩ হাজার চাষিদের বিনামূল্যে সার ও বীজ বিতরণ করেছি। আশা করছি আবহাওয়া ভালো থাকলে এবার বোরো ধানের ফলন ভাল হতে পারে।