নোয়াখালী বিচ্ছিন্নদ্বীপ উপজেলা হাতিয়া হরণী ইউনিয়নের ইসলামপুর এলাকা থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে হাতিয়ার থানা পুলিশ।
মৃত ব্যাক্তি আমিনুল হক (৫৫) পিতা মৃত আঃ হালিম।
তার পরিবার থেকে জানাযায়, গতকাল দুপুর ১২ ঘটিকা থেকে পরিবারের লোকজন অনেক খুঁজা খুঁজি করে কোথায় পাইনি, পরে তারা জানতে পারে হরণী ইউনিয়নের ইসলামপুর এলাকায় রাস্তার পাশে তার মৃত দেহ পড়ে আছে।
বিষয়টি খবর পেয়ে হাতিয়া থানার মোর্শেদ বাজার তদন্ত কেন্দ্রের তদন্ত অফিসার মোঃ হেলান উদ্দিন ও চেয়ারম্যান ঘাট পুলিশ ফাঁড়ির এস আই মোঃ আঃ জাহের এবং এস আই মোঃ ওয়ারেছ উদ্দিন ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।