বরগুনার পাথরঘাটায় জেলেদের মাঝে লাইফ জ্যাকেট বিতরণ করা হয়েছে। কালমেঘা ইউনিয়ন পরিষদের উদ্যোগে ও এলজিএসপি'র অর্থায়নে কালমেঘা ইউনিয়নের ২৫০ জন প্রন্তিক জেলেদের মাঝে এ লাইফ জ্যাকেট বিতরণ করেন বরগুনা-২ আসনের সাংসদ শওকত হাচানুর রহমান রিমন। কালমেঘা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ওই লাইফ জ্যাকেট বিতরণ করা হয়।
কালমেঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম নাছিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বরগুনা-২ আসনের সাংসদ শওকত হাচানুর রহমান, পাথরঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির, বরগুনা এলজিএসপির প্রতিনিধি কামাল হোসেন ও পাথরঘাটা উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু প্রমুখ।
সভায় বক্তারা বলেন, পাথরঘাটা উপজেলার ৮০ ভাগ মানুষ জেলে। ওই জেলেরা সাগরে গিয়ে মাছ শিকার করে আনে। সে ক্ষেত্রে দেখা যায় সাধারণত তাদের ট্রলারে লাইফ জ্যাকেট থাকে না। তাই কালমেঘা ইউনিয়নের জেলেদের মাঝে এ লাইফ জ্যাকেট বিতরণ করা হয়েছে। এতে ওই জেলেরা নিরাপদে সাগর বা নদীতে মাছ শিকার করতে পারবেন।
সভায় বরগুনা-২ আসনের সাংসদ শওকত হাচানুর রহমান রিমন বলেন, সাগরে প্রায়ই ট্রলার ডুবির ঘটনা ঘটে। সম্প্রতি বঙ্গোপসাগরে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তাই জেলেদের নিরাপত্তায় লাইফ জ্যাকেট ব্যবহার খুবই জরুরি।