কুড়িগ্রামের উলিপুরে হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার পৌর চত্বরে ৫০জন পরিবাবের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, পৌর মেয়র মামুন সরকার মিঠু, ভারপ্রাপ্ত সচিব শাহিনুল ইসলাম, উপ-সহকারি প্রকৌশলী শৈলেন্দ্র রায়, সার্ভেয়ার জোবায়ের আল লোহানী, সহকারি কর রির্ধারক রাকিবুল ইসলাম রনি, অফিস সহকারি প্রকৌশলী শাখা কামরুল হাসান প্রমূখ।
প্রতি প্যাকেজে খাদ্য সামগ্রী হিসেবে রয়েছে, চাল ১০ কেজি, ডাল ১কেজি, লবণ ১কেজি, চিনি ১ কেজি, সয়াবিন তেল ১ লিটার, মরিচের গুঁড়া ১০০ গ্রাম, হলুদের গুঁড়া ২০০গ্রাম, ধনিয়া গুড়া ১০০ গ্রাম।