মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভবেরচর বাস স্ট্যান্ডে রাস্তা পারাপারের সময় অজ্ঞাতনামা এক কৃষক মাইক্রোবাসের ধাক্কায় নিহত হয়েছে।
মঙ্গলবার সকাল ৯ টা ৫৭ মিনিটে ভবেরচর বাস স্ট্যান্ডে রাস্তা পারাপারের সময় এই ঘটনা ঘটেছে। অ্যাম্বুলেন্স চালক মোঃ ফজলু মুন্সি সহ গাড়ি ফাঁড়ীতে আটক রয়েছে।
এ ব্যাপারে গজারিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শাহজালাল বাবুল বলেন কৃষক রাস্তা পারাপারের সময় এমবুলেস মাইক্রোবাসটি পায়ের উপর দিয়ে উঠিয়ে দেয় গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান এখনো পর্যন্ত লাশটির পরিচয় পাওয়া যায়নি ঘাতক অ্যাম্বুলেন্স ড্রাইভার পুলিশে হেফাজতে রয়েছে মামলার প্রস্তুতি চলছে।