চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার প্রসাদপুরের নাজমা বেগম নামে এক নারীর দায়ের করা মামলায় রহনপুর পৌরসভার মেয়র, দুই কাউন্সিলর, সার্ভেয়ার, স্কুল শিক্ষকসহ ২৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. হুমায়ুন কবির এ আদেশ দেন।
সোমবার(৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে তিনটার দিকে তাদের কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন পুলিশের আদালত পরিদর্শক মো. শহিদুল্লাহ।
এর আগে গত বছরের ১৬ সেপ্টেম্বর নাজমা বেগম বাদী হয়ে বাড়ির সীমানা প্রাচীর ভাংচুর, ইট-রড চুরি ও গুরুত্বর জখমের অভিযোগে আদালতে মামলা দায়ের করেন। বাদী নাজমা বেগম গোমস্তাপুর উপজেলার নুনগোলা প্রসাদপুরের মৃত আনোয়ারুল ইসলামের স্ত্রী।
ওই মামলায় রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান, ৬ নং ওয়ার্ড কাউন্সিলর শফিকুল ইসলাম মুন্না, ৭ নং ওয়ার্ড কাউন্সিলর সাদিকুল ইসলাম, পৌরসভার সার্ভেয়ার বারিউল ইসলাম, প্রসাদপুর বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আকবর আলীসহ ২৬ জনকে কারাগারে পাঠানো হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, গত বছরের গত বছরের দুই সেপ্টেম্বর গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার মেয়র মো. মতিউর রহমান খানের নেতৃত্বে ৭০-৮০ জন দুষ্কৃতিকারী বাদী নাজমা খাতুনের বাড়ির ইটের প্রাচীর ভেঙে ফেলে। এ সময় বাঁধা দিতে গেলে নাজমা বেগমের ছেলে নাজমুল ফেরদৌস গুরুত্বর আহত হয়। মেয়রের সামনেই ট্রাকে করে ইট রড নিয়ে পালিয়ে যায় তারা। এতে তাদের প্রায় তিন লাখ টাকা ক্ষতি হয়। এ ঘটনায় গত বছরের ১৬ সেপ্টেম্বর নাজমা বেগম বাদী হয়ে পৌর মেয়র মতিউর রহমান খানকে প্রধান আসামি করে ২৬ জনের নাম উল্লেখসহ আমালী আদালত গোমস্তাপুরে মামলা দায়ের করেন।
আদালত মামলাটি আমলে নিয়ে গোস্তাপুরের সহকারী কমিশনার (ভূমি)কে তদন্তের নির্দেশ দেন। একই বছরের ১৪ অক্টোবর আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন গোস্তাপুরের সহকারী কমিশনার (ভূমি) মো. শাহরিয়ার নজির।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবদুর রহমান বলেন, বাড়ির সীমানা প্রাচীর ভাংচুর, ইট-রড চুরি ও গুরুত্বর জখমের অভিযোগে পৌর মেয়র মতিউর রহমান খানসহ ২৬ জনের নামে মামলা দায়ের করেন নাজমা বেগম। আসামিরা মিমাংসার শর্তে সোমবার পর্যন্ত আন্তবর্তীকালিন জামিনে ছিলেন। বাদীর মালামালগুলো ফেরত দেয়ার নির্দেশ দিয়েছিলেন আদালত। তবে আদালতের নির্দেশ তারা মানেন নি। আদালতের আদেশ অমান্য করায় বিজ্ঞ বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।