কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকটা ইউনিয়নের বড় ছড়ারপাড় থেকে ব্যাপারীটারী গামী সড়কের ছড়ারপাড় ভাঙ্গায় ১৫ মিটার গার্ডার ব্রিজের কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল দুপুরে ব্রিজটির ভিত কাটিং এর মধ্য দিয়ে কাজের উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কচাকাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল আউয়াল, ইউনিয়নটির জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আনিছুর রহমান, ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স মুক্তামনি কন্সট্রাকশনের মালিক নাজমুল হোসেন প্রমূখ। দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে ২০২১-২২ অর্থবছরে ব্রিজটির কাজ বাস্তবায়ন করবে নাগেশ্বরী উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ দপ্তর। ব্রিজটির প্রাক্কালন ব্যায় নির্ধারণ করা হয়েছে ৭১লাখ ৮৭ হাজার ৮৭৯ টাকা।